প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মসজিদের ভিতরে কাতার খালি রেখে বারান্দায় দাঁড়ানো যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
কেউ কেউ রাকাত ছুটে যাওয়ার আশংকায় সামনের কাতার পূরণ না করে পিছনের কাতারে দাঁড়ায়। অথবা নীচ তলায় ফাঁকা রেখে উপর তলায় দাঁড়ায়। কিংবা মসজিদের ভিতরে খালি রেখে বারান্দায় দাঁড়ায়। অথচ বিনা ওজরে এমন করা মাকরূহে তাহরিমী তথা নাজায়েয। এতে নামাযের কোন ধরনের সমস্যা হবে না নামায হয়ে যাবে। কিন্তু কাতার পূর্ণ না করার কারণে গোনাহ হবে।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ ثُمَّ الَّذِي يَلِيهِ فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ ”
১.অর্থ: আনাস (রা.) থেকে বর্ণিত: রসূলুল্লাহ (ﷺ) বলেছেন,তোমরা সবার আগে প্রথম কাতার পূরণ করো, এরপর পরবর্তী কাতার পূরণ করবে। যদি কোন কাতার খালি থাকে তাহলে সেটা হবে একেবারে শেষের কাতার। (সুনানে আবু দাউদ হাদীস নং ৬৭১ সুনানে নাসাঈ হাদীস নং ৮১৯ হাদীসের মান: সহীহ)
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَين المنكاكب وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ وَلَا تَذَرُوا فرجات للشَّيْطَان وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهُ قطعه الله
২.অর্থ: আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমারা কাতার সোজা করবে, বাহু সমূহকে সমপর্যায়ে রাখবে। ফাঁক-সমূহ পূর্ণ করবে। এবং তোমাদের ভাইদের হাতে নরম থাকবে। তোমরা শয়তানের জন্য কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রেখে দিও না। যে ব্যক্তি কাতারে পূর্ণ করে দাঁড়াবে আল্লাহ তাকে তার রহমতের অন্তর্ভুক্ত করবেন। আর যে ব্যক্তি কাতার পূর্ণ করবে না, আল্লাহ তাকে তার রহমত হতে বঞ্চিত করবেন। (ইফা.সুনানে আবু দাউদ হাদীস নং ৬৬৬ মিশকাতুল মাসাবীহ হাদীস নং ১১০২ হাদীসের মান: সহীহ)
عَنْ وَابِصَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ
৩.অর্থ: ওয়াবিসা (রা.) থেকে বর্ণিত: একদা রসূলুল্লাহ (সা.) এক ব্যাক্তিকে কাতারের পিছনে একাকী দাঁড়িয়ে নামায আদায় করতে দেখে তাকে (মুস্তাহাব হিসেবে) পুনরায় নামায আদায় করার নির্দেশ দিলেন। (ইফা.সুনানে আবু দাউদ হাদীস নং ৬৮২ সুনানে তিরমিযী হাদীস নং ২৩১ হাদীসের মান: সহীহ)
মোটকথা সবার আগে প্রথম কাতার পূর্ণ করার পর দ্বিতীয় কাতার পূর্ণ করবে। এভাবে ক্রমান্বয়ে বাকি কাতারগুলো পূর্ণ করতে থাকবে। কিন্তু সামনের কাতার পূর্ণ করা ছাড়া বা মসজিদের ভিতরে কাতার খালি রেখে বারান্দায় নামায আদায় করলে নামায মাকরূহ হবে। সুতরাং সর্বদা মসজিদে এসে ভালো করে দেখে নিতে হবে ভিতরে খালি আছে কিনা। যদি ভিতরে খালি থাকে তাহলে ভিতরে গিয়ে দাঁড়াবে। আর যদি ভিতরে খালি না থাকে তখন বারান্দায় অথবা উপর তলায় গিয়ে দাঁড়াবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- ইদরীস আলী।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply