আলহামদুলিল্লাহ! মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার কর্মব্যস্ত, চাকুরীজীবী, প্রবাসী আলেমদের জন্য এবং যাদের মাদরাসায় গিয়ে স্বশরীরে ক্লাস করে ইসলামী বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাদের জন্যেই নিয়ে এসেছে অনলাইন-অফলাইন ইফতা ও বিভিন্ন কোর্স।
শুরু থেকেই বাংলাদেশের বিখ্যাত উলামায়ে কেরামের দু’আ ও পরামর্শে চলছে এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম। আলহামদুলিল্লাহ! এই প্রতিষ্ঠানের প্রায় সকল শিক্ষক বিজ্ঞ উলামায়ে কেরাম। তারা দেশ বিদেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন করেছেন।
আমাদের এখানে সব মাযহাব বা মানহাজের ভাই-বোনেরাই কোর্সগুলো করতে পারবেন। কারণ এখানে শুধুমাত্র কুরআন ও সহীহ হাদীস থেকেই রেফারেন্স-সহ পড়ানো হয়ে থাকে। যেগুলো নিয়ে কোন মাযহাব বা মানহাজে কোন মতানৈক্য নেই। আর যে বিষয়গুলোতে ভিন্নমত রয়েছে সেগুলোও ক্লাসেই আলোচনা করে দেওয়া হয়।
আলহামদুলিল্লাহ মানহাল এর রয়েছে নিজস্ব অনলাইন ও অফলাইন ক্যাম্পাস। মাদরাসা চালাতে উস্তাদদের হাদিয়া, জুম খরচ, অ্যাপ ও ওয়েব সাইট খরচ বাবদ প্রচুর টাকা ব্যয় হয়ে থাকে। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মানহাল কর্তৃপক্ষ খরচ বাবদ খুব সামান্য পরিমাণ ফি নিয়ে থাকে। যাতে করে সব শ্রেণীর শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা গ্ৰহণ করতে পারেন।
মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা কার্যক্রম: আপাতত বছর ব্যাপী ইফতা কোর্স, ফারায়েজ কোর্স, বক্তৃতা ও আবৃত্তি উপস্থাপনা কোর্স চলছে। পর্যায়ক্রমে কুরআন শিক্ষা কোর্স, তাফসীর কোর্স, উলূমুল হাদীস কোর্স, মাদানী নেসাব কোর্স,আরবী, বাংলা ও ইংরেজি সাহিত্য কোর্স ইত্যাদি চালু করা হবে ইনশাআল্লাহ।
মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত সেবা সমূহ: প্রশ্নোত্তর পর্ব, ফতোয়া প্রদান, ইসলাহী বয়ান, ত্রাণ সহায়তা ও তাবলীগ এবং সম্পাদনা ও প্রকাশনা।
আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দ্বীনের প্রতিটি বিষয়ে সহীহ ইলম অর্জন করার তাওফীক দান করুন আমীন