প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! আমার প্রশ্ন হলো, ইশার ফরয নামাযের আগে সুন্নত দুই রাকাত না চার রাকাত দলিলসহ জানালে উপকৃত হবো ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
আমাদের জানা মতে নির্ভরযোগ্য কোনো সূত্রে ইশার ফরয নামাযের আগে নির্দিষ্ট সংখ্যক কোনো সুন্নত নামায বর্ণিত হয়নি। তবে একটি সহীহ হাদীসে পাওয়া যায় প্রত্যেক আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নামায রয়েছে। এই হিসেবে কেউ চাইলে ইশার ফরয নামাযের আগে দুই বা চার রাকাত নামায আদায় করতে পারে। উলামায়ে কেরাম এই নামাযকে সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা সুন্নতে যায়েদা বলেছেন। যা আদায় করা উত্তম কিন্তু পরিত্যাগ করলে গোনাহ নেই।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ» ، ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ».
অর্থ: আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নামায রয়েছে। তিনি এই কথা তিনবার বলেন এবং তৃতীয়বারে বলেন, তবে যে চায় তার জন্য। (সহীহ বুখারী হাদীস নং ৬২৭ সহীহ মুসলিম হাদীস নং ৮৩৮ হাদীসের মান: সহীহ)
উক্ত আলোচনার দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে, ইশার ফরয নামাযের আগে নির্দিষ্ট সংখ্যক কোনো সুন্নত নামায নেই। তাই উল্লেখিত হাদীসের আলোকে ইশার নামাযের আগে দুই বা চার রাকাত নামাযের যে কোনো একটি পড়া যাবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মুহাম্মাদ আবদুল্লাহ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply