প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! আমার প্রশ্ন হলো, ফজরের আযানের পর সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামায পড়া যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
ফজরের ওয়াক্ত হওয়ার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের দুই রাকাত ফরয ও সুন্নত ব্যতীত অন্য কোন নফল নামায পড়া নিষিদ্ধ। এমনকি তাহিয়্যাতুল অযু বা দুখুলুল মসজিদের নামাযও পড়া যাবে না। অবশ্য কোন কাযা নামায থাকলে সেই কাযা নামায পড়তে পারবে।
عَنْ حَفْصَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا طَلَعَ الْفَجْرُ لاَ يُصَلِّي إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ
১.অর্থ: হাফসা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন রসূলুল্লাহ (ﷺ) ফজরের সময় হলে সংক্ষিপ্ত দুই রাকাত (সুন্নত) নামায ছাড়া অন্য কোন নামায আদায় করতেন না। (সহীহ মুসলিম হাদীস নং ৭২৩ সুনানে নাসাঈ হাদীস নং ১৭৭৬ হাদীসের মান: সহীহ)
عَنْ يَسَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي، بَعْدَ طُلُوعِ الْفَجْرِ فَقَالَ يَا يَسَارُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلاَةَ فَقَالَ ” لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ لاَ تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إِلاَّ سَجْدَتَيْنِ ”
২.অর্থ: ইয়াসার (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা সুবহে সাদিকের পর ইবনে উমর (রা.) আমাকে নামায পড়তে দেখে বলেন, হে ইয়াসার! একদা আমরা এই নামায আদায়কালে রসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকটবর্তী হয়ে বলেছিলেনঃ তোমরা এখন যারা উপস্থিত আছ, তারা আমার এই নির্দেশ অনুপস্থিত লোকদের নিকট পৌঁছিয়ে দিও যে, সুবহে সাদিকের পর ফজরের ফরযের পূর্বে দুই রাকাত সুন্নত নামায ছাড়া আর কোন নামায পড়বে না। (সুনানে আবু দাউদ, হাদীস নং ১২৭৮ সুনানে তিরমিযী হাদীস নং ৪১৯ হাদীসের মান: সহীহ)
أَبُ سَعِيدٍ الخُدْرِي، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ»
৩.অর্থ: আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, ফজরের পর সূর্য উদিত হয়ে (একটু) উপরে না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত কোন (নফল) নামায নেই। (সহীহ বুখারী হাদীস নং ৬৮৬ সহীহ মুসলিম হাদীস নং ৮২৭ হাদীসের মান: সহীহ)
উপরোক্ত হাদীস-সমূহ দ্বারা এ বিষয়টি স্পষ্ট যে, রাসূল (ﷺ) সুবহে সাদিকের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ফজরের দুই রাকাত ফরয ও সুন্নত ছাড়া অন্য কোন নফল নামায আদায় করতেন না। অতএব ফজরের এই সময়ে তাহিয়্যাতুল অযু বা দুখুলুল মসজিদের মত নফল নামাযও পড়া যাবে না।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আছিয়া আমজাদ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply