নামাযের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে কি ?

 

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! শাইখের কাছে জানতে চাই নামাযের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে কি ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

বিনা প্রয়োজনে নামাযে এদিক সেদিক তাকানো মাকরূহ। কেননা এদিক সেদিক তাকানোর দ্বারা নামাযের মনোযোগ ও একাগ্রতা নষ্ট হয়ে যায়। সুতরাং নামাযে মনোযোগ ও একাগ্রতা বজায় রাখার জন্য দৃষ্টি অবনত রাখা কর্তব্য। বিশেষ প্রয়োজনে যদি তাকাতেই হয় তাহলে আড় চোখে তাকাবে। যদি তাকাতে গিয়ে কিবলার দিক থেকে বুক ঘুরে যায় তাহলে নামায নষ্ট হয়ে যাবে।

وَمِنۡ حَیۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ

১.অর্থ: আর তুমি যেখান থেকেই (সফরের জন্য) বের হও না কেন, (নামাযের সময়) নিজের মুখ মসজিদুল হারামের দিকে ফিরাও। (সূরা বাকারা: আয়াত নং ১৪৯)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ العَبْدِ»

২.অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে নামাযে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ এটা এক ধরণের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার নামায থেকে অংশবিশেষ কেড়ে নেয়।
(সহীহ বুখারী, হাদীস নং ৭৫১ সুনানে তিরমিযী
হাদীস নং ২৮৬৩ হাদীসের মান: সহীহ)

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَلْحَظُ فِي الصَّلاَةِ يَمِينًا وَشِمَالاً وَلاَ يَلْوِي عُنُقَهُ خَلْفَ ظَهْرِهِ

৩.অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) (বিশেষ প্রয়োজনে) নামাযে ডানে-বামে চোখ ঘুরিয়ে দেখতেন। তবে তিনি পিছনের দিকে ঘাড় ঘুরাতেন না। (সুনানে তিরমিযী, হাদীস নং ৫৮৭ সুনানে নাসাঈ হাদীস নং ১২০১ হাদীসের মান: সহীহ)

মোদ্দাকথা নামাযের মধ্যে এদিক সেদিক তাকানো মাকরূহ। নামায পড়া অবস্থায় দৃষ্টি যত বেশি সংযত রাখা যাবে নামাযে মনোযোগ তত বাড়বে। যদি অনিচ্ছাকৃত কখনো দৃষ্টি এদিক ওদিক চলে যায় তাহলে নামায মাকরূহ হবে না। তবে নামাযে ডানে বামে থাকাতে গিয়ে সিনা কিবলার দিক থেকে ঘুরে গেলে নামায নষ্ট হয়ে যাবে। এরপর পুনরায় নামায পড়তে হবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মো. মাসুম বিল্লাহ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *