প্রশ্নঃ আসসালামু আলাইকুম! নামাযের মধ্যে হাঁচি বা হাই আসলে হাত কিংবা কাপড় দ্বারা মুখ ঢাকা যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
নামাযে বা নামাযের বাইরে সর্বাবস্থায় হাঁচি বা হাই আসলে হাত কিংবা কাপড় দ্বারা মুখ ঢেকে নিতে হয়। যদি নামাযে মুখ ঢাকা না হয় তাহলে নামায মাকরূহ হবে। কেননা হাঁচির মাধ্যমে নাক মুখ দিয়ে অনেক রোগ জীবাণু বের হয়। তাই মুখ ঢেকে নিতে হবে যাতে অন্য মানুষের সমস্যা না হয়। এ সময় হাঁচির আওয়াজ যেন কম হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া নামাযে হাই আসলেও যথা সম্ভব তা বন্ধ করার চেষ্টা করবে, নতুবা নামায মাকরূহ হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ بِثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন হাঁচি দিতেন হাত দিয়ে বা কাপড় দিয়ে মুখ ঢেকে নিতেন এবং হাঁচির আওয়ায নিচু রাখতেন। (সুনানে তিরমিযী হাদীস নং ২৭৪৫ সুনানে আবু দাউদ হাদীস নং ৫০২৯ হাদীসের মান: হাসান)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ التَّثَاؤُبُ فِي الصَّلاَةِ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ
২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) বলেছেনঃ নামাযে হাই তোলা শয়তান থেকে হয়। সুতরাং কারো যদি হাই আসে তবে সে যেন যথাশক্তি তা রোধ করে। (সহীহ মুসলিম, হাদীস নং ৭২২২ সুনানে তিরমিযী, হাদীস নং ৩৭০ হাদীসের মান: সহীহ)
মোটকথা নামাযের ভিতরে হোক বা নামাযের বাইরে হোক হাঁচি আসলে হাত কিংবা কাপড় দ্বারা নাক-মুখ ঢাকা উত্তম। তবে নামাযের ভিতরে যেহেতু কাপড় দিয়ে ঢাকা প্রায় অসম্ভব। তাই হাত দিয়ে হলেও মুখ ঢেকে নিবে নতুবা নামায মাকরূহ হবে। এমনিভাবে নামাযে হাই আসলেও তা বন্ধ করার চেষ্টা করবে। যদি চেষ্টা না করা হয় তাহলে নামায মাকরূহ হবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মুহাম্মদ আশিকুর রহমান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply