প্রশ্নঃ আসসালামু আলাইকুম! নামাযের মধ্যে চাদর, রুমাল, মাফলার ইত্যাদি শরীরে না জড়িয়ে কাঁধের উপর ঝুলিয়ে রাখা যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
নামাযের মধ্যে চাদর, রুমাল, মাফলার ইত্যাদি শরীরে না জড়িয়ে কাঁধের দুই পাশ দিয়ে ঝুলিয়ে রাখা মাকরূহ। কেননা এর মাধ্যমে নামাযী ব্যক্তির দৃষ্টি কাপড়ের দিকে চলে যায় এবং নামাযের মনোযোগ নষ্ট হয়ে যায়। তবে চাদর, রুমাল, মাফলার ইত্যাদি যদি গলায় অথবা মাথায় পেঁচানোর পর। সামান্য
কিছু ঝুলে থাকে তাহলে নামায মাকরূহ হবে না। এমনিভাবে কেউ যদি কাঁধে রুমাল রেখে নামায পড়ে। যার একপ্রান্ত ঝুলে থাকে পেটে আর অপর প্রান্ত পিঠে তাহলেও নামায মাকরূহ হবে। শীতের মৌসুমে আমরা যেহেতু চাদর,রুমাল মাফলার ইত্যাদি পরে নামায আদায় করি। তাই ঐ সময়ে এ বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখা উচিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ السَّدْلِ فِي الصَّلاَةِ
১. অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) নামাযে কাঁধের উপর কাপড় (পেঁচ না দিয়ে কাঁধের দুই পাশে ঝুলিয়ে) রাখতে নিষেধ করেছেন। (সুনানে তিরমিযী, হাদীস নং ৩৭৮ হাদীসের মান: হাসান)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ السَّدْلِ فِي الصَّلاَةِ وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ
২. অর্থ: আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মৃত্তিকাস্পর্শী লম্বা কাপড় পরিধান করে নামায পড়তে নিষেধ করেছেন এবং নামাযের সময় মুখ ঢাকতেও নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৬৪৩ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৭৬৪ হাদীসের মান: হাসান)
মোদ্দাকথা নামাযের মধ্যে চাদর, রুমাল, মাফলার, গামছা ইত্যাদি উভয় কাঁধে পেঁচ দিয়ে রাখতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অলসতার কারণে শরীরে চাদর, রুমাল, মাফলার ইত্যাদি না জড়িয়ে উভয় কাঁধের দুই পাশ দিয়ে লটকিয়ে দেয়। তাহলে তার নামায মাকরূহ হবে। কেননা এর মাধ্যমে নামাযের একাগ্রতা নষ্ট হয়ে যায়।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মুহাম্মদ শহীদুল্লাহ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply