প্রশ্নঃ আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে জানতে চাই নোংরা জামা কাপড় পরে কি নামায পড়া যাবে ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় থাকতে ছেঁড়াফাড়া
বা নোংরা জামা কাপড় পরে নামায আদায় করা মাকরূহ। কেউ যদি কৃষি ক্ষেত, কলকারখানা, গাড়ি মেরামত ইত্যাদি কাজ করে। তার জন্য উচিত হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একসেট জামা কাপড় সাথে রাখবে। যাতে নামাযের সময় হলে কাজের ময়লাযুক্ত কাপড় খুলে পরিষ্কার কাপড় পরে নামায আদায় করতে পারে। অবশ্য অপারগ হলে কিংবা ভালো কাপড় না থাকলে। ঐ কাপড় পরেই নামায পড়তে পারবে এতে নামায মাকরূহ হবে না।
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ
১.অর্থ: হে আদম সন্তান-সন্ততিগণ! প্রত্যেক নামাযের সময় তোমরা সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করো। (সূরা আ’রাফ আয়াত নং ৩১)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْط النَّاس
২.অর্থ: আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালবাসেন। অহমিকা হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। (সহীহ মুসলিম, হাদীস নং ৯১ হাদীসের মান: সহীহ)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَى رَجُلاً شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ ” أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ ” . وَرَأَى رَجُلاً آخَرَ وَعَلَيْهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ ” أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ ”
৩.অর্থ: জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এসে এক ব্যক্তির মাথার চুল এলোমেলো দেখে বলেনঃ এ ব্যক্তির কি চুল আঁচড়ানোর মত কিছু নেই। অপর এক ব্যক্তির পরিধানে ময়লা কাপড় দেখে বলেনঃ সে কি তার কাপড় ধোয়ার জন্য পানি পায় না। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৪০৬২ হাদীসের মান: সহীহ)
সারকথা হলো যে কাপড় পরে সভা-সমাবেশে বা লোক সমাজে যেতে সংকোচ বোধ হয় এমন কাপড়ে নামায পড়া মাকরূহ। তাই উত্তম হলো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে নামায আদায় করা। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের ব্যবস্থা না থাকে। তাহলে নোংরা বা ছেঁড়াফাড়া কাপড় পরে নামায পড়তে পারবে এর দ্বারা নামায মাকরূহ হবে না।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদান-মুহা.সাঈদ আব্দুল্লাহ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply