প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! বিতের নামাযে দু’আ কুনুত পড়তে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
বিতের নামাযে দু’আ কুনুত পড়া ওয়াজিব। কেউ
যদি বিতের নামাযের তৃতীয় রাকাতে কিরাতের পর কুরআন হাদীসে বর্ণিত যে কোন দু’আ পড়ে তাহলেও ওয়াজিব আদায় হয়ে যাবে। অবশ্য হাদীসে বর্ণিত দু’আ কুনুত পড়লে ওয়াজিবের সাথে সুন্নতও আদায় হয়ে যায়। তাই হাদীসে বর্ণিত দু’আ কুনুত পড়া উচিত যদি কারো মুখস্থ না থাকে তাহলে দ্রুত শিখে নিবে। কেউ ইচ্ছাকৃত দু’আ কুনুত না পড়লে তার নামায হবে না। আর যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে নামায হয়ে যাবে।
حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ القُنُوتِ، فَقَالَ: قَدْ كَانَ القُنُوتُ قُلْتُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: قَبْلَهُ،
১.অর্থ: আসিম (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রা.) কে কুনূত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, কুনূত অবশ্যই পড়া হতো। আমি জিজ্ঞাসা করলাম, রুকূর আগে, না পরে? তিনি বললেন, রুকুর আগে। (সহীহ বুখারী হাদীস নং ১০০২ হাদীসের মান: সহীহ)
عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُوتِرُ فَيَقْنُتُ قَبْلَ الرُّكُو
২.অর্থ: উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বিতেরের নামায আদায়কালে রুকূর আগে দু’আ কুনূত পড়তেন। (সুনানে ইবনে মাজাহ হাদীস নং ১১৮২ হাদীসের মান: সহীহ)
عَنْ ثَوْبَانَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم يَقُولُ “ فِي كُلِّ سَهْوٍ سَجْدَتَانِ بَعْدَ مَا يُسَلِّمُ ”
৩.অর্থ: সাওবান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, প্রত্যেক (ওয়াজিব তরকের) ভুলের জন্য সালামের পর দুইটি সাহু সিজদা আদায় করতে হবে। (সুনানে আবু দাউদ, হাদীস নং ১০৩৮, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১২১৯)
মোটকথা বিতের নামাযে দু’আ কুনুত পড়া আবশ্যক তাই ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামায হবে না। আর ভুলক্রমে ছুটে গেলে সাহু সিজদা দিলে নামায হয়ে যাবে। কারো যদি হাদীসে বর্ণিত দু’আ কুনুত মুখস্থ না থাকে তাহলে অন্য যে কোন দু’আ পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। অবশ্য হাদীসে বর্ণিত দু’আ যেমন ‘আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা’ পড়া সুন্নত। তাই অলসতা না করে দ্রুত শিখে নেওয়া উচিত।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আব্দুর রহিম।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply