গোসলের অবশিষ্ট পানি দ্বারা ওযু বা গোসল করা যাবে কি ? 

 

 

 প্রশ্নঃ 

 

আসসালামু আলাইকুম ! মহিলার গোসলের অবশিষ্ট পানি থেকে পুরুষের এবং পুরুষের গোসলের অবশিষ্ট পানি থেকে মহিলার অযু বা গোসল করা জায়েয হবে কি ?

 

উত্তরঃ

 

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

 

অযু গোসল সহীহ হওয়ার জন্য শর্ত হলো পানি পবিত্র হওয়া। আর পুরুষ বা মহিলার অযু গোসলের দ্বারা অবশিষ্ট পানি যেহেতু নাপাক হয়ে যায় না। অতএব মহিলার গোসলের অবশিষ্ট পানি থেকে পুরুষের 

এবং পুরুষের গোসলের অবশিষ্ট পানি থেকে মহিলার জন্য অযু বা গোসল করা সম্পূর্ণরূপে জায়েয। কারণ পানিতে কোন নাপাক বস্তু না পড়া পর্যন্ত অথবা পানির গুণগত মান বজায় থাকা পর্যন্ত পানি নাপাক হয় না। সুতরাং পুরুষ, মহিলার অবশিষ্ট পানি ব্যবহার করাতে কোন অসুবিধা নেই।

 

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ اغْتَسَلَتْ مِنْ جَنَابَةٍ فَتَوَضَّأَ أَوِ اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ مِنْ فَضْلِ وَضُوئِهَا ‏.‏ 

 

১. অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: নবী (সা.) এর এক স্ত্রী নাপাকির গোসল করেন। অতঃপর নবী (সা.) তার গোসলের অবশিষ্ট পানি দিয়ে অযু ও গোসল করেন। (ইফা. সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৩৭১ সহীহ মুসলিম হাদীস নং ৬২৭ হাদীসের মান: সহীহ)

 

عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ‏.‏

 

২. অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী (ﷺ) একই পাত্রের পানি দিয়ে এভাবে গোসল করতাম যে, তাতে আমাদের দু’জনের হাত একের পর এক পড়তে থাকত। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ২৫৯ হাদীসের মান: সহীহ)

 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَتَوَضَّأَ مِنْهَا – أَوْ يَغْتَسِلَ – فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُبًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِنَّ الْمَاءَ لاَ يَجْنُبُ “

 

৩.অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) এর কোন এক স্ত্রী বড় একটি পাত্র থেকে পানি তুলে গোসল করেন। এমন সময় রসূলুল্লাহ (সা.) এর অবশিষ্ট পানি দ্বারা অযু অথবা গোসল করতে আসলেন। উক্ত স্ত্রী বললেন, হে আল্লাহর রসূল! আমি তো ফরয গোসল জনিত নাপাক ছিলাম (এবং এই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি) রসূলুল্লাহ (সা.) বললেন, (নাপাক ব্যক্তির ছোয়ায়) পানি অপবিত্র হয় না। (যদি তার হাতে নাপাক না থাকে)। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ৬৮ সুনানে তিরমিযী হাদীস নং ৬৫ হাদীসের মান: সহীহ)

 

عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ – بَيْنِي وَبَيْنَهُ – وَاحِدٍ فَيُبَادِرُنِي حَتَّى أَقُولَ دَعْ لِي دَعْ لِي . قَالَتْ وَهُمَا جُنُبَانِ

 

৪. অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে গোসল করতাম যা আমার এবং তাঁর মাঝখানে থাকত। তিনি আমার থেকে আগে তাড়াতাড়ি করে ফেলতেন। তখন আমি বলতাম, আমার জন্য একটু রেখে দিন, আমার জন্য একটু রেখে দিন। তিনি [আয়েশা (রা.)] বলেন, তাঁরা উভয়েই জানাবাত অবস্থায় ছিলেন। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ৬২৫ হাদীসের মান: সহীহ) 

 

মোটকথা পুরুষদের জন্য মহিলাদের অবশিষ্ট পানি দ্বারা আর মহিলাদের জন্য পুরুষদের অবশিষ্ট পানি দ্বারা পবিত্রতা অর্জন করা ঐ সময় পর্যন্ত জায়েয। যতক্ষণ পর্যন্ত পানিতে কোন নাপাক বস্তু পড়বে না এবং পানির গুণগত মান বজায় থাকবে।

 

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب

উত্তর প্রদানে- আব্দুল্লাহ আল আরাফ।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *