বীর্য শুকিয়ে গেলে অথবা ভিজা থাকলে কাপড় কীভাবে পাক করতে হয় ? 

 

 

 প্রশ্নঃ

 

আসসালামু আলাইকুম! বীর্য যদি কখনো কাপড়ে লেগে শুকিয়ে যায় এবং নখ দিয়ে খুঁটে পুরোপুরি উঠানো যায়। তাহলে কি কাপড় ধোয়া ছাড়া পবিত্র হবে ? আর যদি তা সম্ভব না হয় কিংবা ভিজা হয় তাহলে কাপড় কিভাবে পবিত্র করতে হবে ?

 

উত্তরঃ

 

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

 

নামায সহীহ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, কাপড় পবিত্র হওয়া। তাই কাপড়ে যখনই নাপাকি লেগে যাবে তখনই কাপড় পবিত্র করা জরুরী। বীর্য যদি কখনো কাপড়ে লেগে শুকিয়ে যায় এবং স্থানটি সুনিশ্চিত জানা থাকে। তাহলে নখ দিয়ে আঁচড়ে পুরোপুরি উঠানো গেলে কাপড় পবিত্র হয়ে যাবে। তবে সময় সুযোগ থাকলে ধুয়ে ফেলাই উত্তম। আর যদি তা উঠানো সম্ভব না হয় কিংবা ভিজা হয় অথবা নির্দিষ্ট ভাবে স্থান জানা না থাকে। তাহলে কাপড় ধৌত করার মাধ্যমে পবিত্র করতে হবে। আমাদের দেশের মানুষের বীর্য যেহেতু ততোটা গাঢ় না যা শুকিয়ে শক্ত হয়ে লেগে থাকবে আর আঁচড়িয়ে উঠানো যাবে। তাই পানি দিয়ে ধুয়েই পবিত্র করতে হবে। এক্ষেত্রে কাপড় তিনবার পানি দিয়ে ধৌত করতে হবে। প্রতিবার ধোয়ার পর ভালো করে নিংড়াতে হবে। তবে একবার ধোয়ার মাধ্যমেই যদি নাপাকি দূর হয়ে যায়, তাহলে তিনবার না ধুলেও চলবে অবশ্য তিনবার ধোয়াই উত্তম।

 

وَ ثِیَابَکَ فَطَہِّرۡ 

 

১.অর্থ: তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো। (সূরা মুদ্দাসসির: আয়াত নং ৪)

 

عَنْ عَائِشَةَ، قَالَتْ : كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم فَيُصَلِّي فِيهِ ‏.‏

 

২.অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে বীর্য ঘষে তুলে ফেলতাম। অতঃপর তিনি ঐ কাপড় পরিধান করে নামায আদায় করতেন। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ৫৬১ সুনানে আবু দাউদ হাদীস নং ৩৭২ হাদীসের মান: সহীহ)

 

سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الْمَنِيِّ، يُصِيبُ ثَوْبَ الرَّجُلِ أَيَغْسِلُهُ أَمْ يَغْسِلُ الثَّوْبَ فَقَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْسِلُ الْمَنِيَّ ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ فِي ذَلِكَ الثَّوْبِ وَأَنَا أَنْظُرُ إِلَى أَثَرِ الْغَسْلِ فِيهِ

 

৩.অর্থ: সুলাইমান ইবনে ইয়াসার (রহ.) বলেন, আয়েশা (রা.) আমাকে জানিয়েছেন যে, রসূলুল্লাহ (সা.) কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলতেন। তারপর সেই কাপড় পরেই নামাযের জন্য বেরিয়ে যেতেন। আর আমি (পেছন থেকে) তার কাপড়ের ভেজা অংশটুকু স্পষ্ট দেখতে পেতাম। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ২৩০ সহীহ মুসলিম হাদীস নং ৫৬৫ হাদীসের মান: সহীহ)

 

মোটকথা বীর্য যদি কখনো কাপড়ে লেগে শুকিয়ে যায় এবং নখ দিয়ে খুঁটে পুরোপুরি উঠানো যায়। তাহলে এভাবে উঠিয়ে ফেললেই কাপড় পাক হয়ে যাবে। আর যদি তা সম্ভব না হয় কিংবা ভিজা হয় তাহলে কাপড় ধৌত করতে হবে। 

 

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب

উত্তর প্রদানে- জাহাঙ্গীর আলম।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার। 

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *