প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! হযরত আমার একটি প্রশ্নের উত্তর খুবই দরকার। প্রশ্নটি হলো নামাযের নিষিদ্ধ ওয়াক্ত কোন কোন সময় দলিলসহ জানতে চাই।
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামায। তাই নামায শুধু আদায় করলেই হবে
না কুরআন হাদীসে বর্ণিত নির্ধারিত সময় অনুযায়ী আদায় করতে হবে। দিনে রাতে মোট এমন পাঁচ সময় রয়েছে যেই সময়ে নামায পড়া নিষিদ্ধ তথা হারাম। নামাযের এই নিষিদ্ধ সময় সম্পর্কে যদি আপনি না জানেন, হয়ত কোন দিন আপনি ঐ সময়ে নামায আদায় করে গোনাহগার হতে পারেন। তাই নামাযের নিষিদ্ধ সময় সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।
اِنَّ الصَّلٰوۃَ کَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ کِتٰبًا مَّوۡقُوۡتًا
১.অর্থ: নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে নামায আদায় করা মুমিনদের জন্য ফরয করা হয়েছে। (সূরা নিসা: আয়াত নং ১০৩)
عُقْبَةَ بْنَ عَامِرٍ، قَالَ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ أَوْ كَمَا قَالَ .
২.অর্থ: উকবা ইবনে আমির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্র রাসূল (সা.) আমাদের তিনটি সময়ে নামায আদায় করতে এবং আমাদের মৃতদের দাফন করতে নিষেধ করেছেনঃ (১) সূর্যোদয়ের সময় হতে সূর্য উপরে উঠার আগ পর্যন্ত, (২) ঠিক দুপুর হতে সূর্য পশ্চিম আকাশে না হেলা পর্যন্ত এবং (৩) সূর্যাস্তের সময় হতে সূর্য সম্পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ১৮০২ সুনানে আবু দাউদ হাদীস নং ৩১৭৮ হাদীসের মান: সহীহ)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ
৩.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসূল (সা.) আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত এবং ফজরের নামাযের পর থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত নামায আদায় করতে নিষেধ করেছেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৫৫৭ সহীহ মুসলিম হাদীস নং ১৮০৫ হাদীসের মান: সহীহ)
উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় তিন সময় ফরয, ওয়াজিব ও নফল কোন ধরনের নামায আদায় করা জায়েয নেই। এমনকি কাযা নামাযও পড়া যাবে না। সেগুলো হলো, ১.সূর্য উদয়ের সময় ২. ঠিক দ্বিপ্রহরের সময় ৩. সূর্যাস্তের সময়। এ তিন সময় সর্ব প্রকার নামায পড়া নিষিদ্ধ বা হারাম। আর ফজরের নামায থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের নামায থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল নামায আদায় করা নিষিদ্ধ।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- নুর আহমাদ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply