হাই কমোডে পেশাব পায়খানা করার বিধান। 

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! মুফতী সাহেব আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্ন হলো, হাদীসে বসে পেশাব পায়খানা করতে বলা হয়েছে অথচ বহু মানুষ হাই কমোডে পেশাব পায়খানা করেন এই বিষয়ে ইসলামের হুকুম কী ?

 

উত্তরঃ

 

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

 

ইসলামী শরীয়তে মানব জীবনের সকল বিধিবিধান বর্ণনা করা হয়েছে। এমনকি পেশাব-পায়খানার কথাও। পায়ের পাতার উপর ভর করে বসে পেশাব পায়খানা করা রাসূল (সা.) এর সুন্নত। যা একমাত্র লো কমোডে সম্ভব। আর এই প্রচলনই শত শত বছর আগে থেকে চলে এসেছে। অবশ্য বর্তমান বিশ্বে হাই কমোড এর ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। চেয়ারের ন্যায় হাই কমোডে নিতম্বের উপর ভর করে বসে ইস্তেনজা করা জায়েয, কিন্তু সুন্নতের খেলাপ। তবে যেই হাই কমোডে দাঁড়িয়ে ইস্তেনজা করতে হয় তা বিনা ওজরে ব্যবহার করা নাজায়েয। শুধুমাত্র ওজরের কারণেই ব্যবহার করা জায়েয।

 

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا 

 

১.অর্থ: “আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কারও উপর কোন দায়িত্ব চাপিয়ে দেন না”। (সূরা বাকারা: আয়াত নং ২৮৬)

 

 يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

 

২.অর্থ: “আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না”। (সূরা বাকারা: আয়াত নং ১৮৫) 

 

فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّ لَا عَادٍ فَاِنَّ رَبَّکَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ

 

৩.অর্থ: “আর যে ব্যক্তি বাধ্য হয়ে যায় আর তার উদ্দেশ্য মজা লোটা না হয় এবং প্রয়োজনের সীমা অতিক্রম না করে। কেননা নিশ্চই তোমার রব অতি ক্ষমাশীল,পরম দয়ালু”। (সূরা আনয়াম: আয়াত নং ১৪৫)

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ لَقَدِ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ الْبَيْتِ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ

 

৪.অর্থ: আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি ঘরের ছাদে উঠে দেখলাম। রসূলুল্লাহ্ (সা.) দুইটি ইটের উপর বসে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে ইস্তেনজা করছেন। (ইফা. সুনানে আবু দাউদ, হাদীস নং ১২ সহীহ বুখারী, হাদীস নং ১৪৭ হাদীসের মান: সহীহ)

 

عَنْ عَائِشَةَ، قَالَتْ مَنْ حَدَّثَكُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَالَ قَائِمًا فَلاَ تُصَدِّقُوهُ مَا كَانَ يَبُولُ إِلاَّ جَالِسًا ‏.‏

 

৫.অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি তোমাদের বলে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, তাহলে তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না। তিনি বসা ছাড়া পেশাব করতেন না। (ইফা.সুনানে নাসাঈ হাদীস নং ২৯ হাদীসের মান: সহীহ)

 

حَدَّثَنَا عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ

 

৬. অর্থঃ হুযায়ফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একবার গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে এলেন। তিনি সেখানে (কোমর ব্যথার কারণে) দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর পানি চাইলেন, আমি তাঁকে পানি এনে দিলাম। তিনি অযু করলেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ২২৪ সহীহ মুসলিম হাদীস নং ৫১৭ হাদীসের মান: সহীহ)

 

মোটকথা উল্লেখিত আয়াত ও হাদীসগুলো পর্যালোচনা করে আমরা জানতে পারলাম যে, লো কমোডে বসে ইস্তেনজা করা সুন্নত। আর চেয়ারের ন্যায় হাই কমোডে বসে ইস্তেনজা করা জায়েয, কিন্তু সুন্নতের খেলাপ। কিন্তু যেই হাই কমোডে দাঁড়িয়ে ইস্তেনজা করতে হয় তা বিনা ওজরে ব্যবহার করা নাজায়েয। রাসূল (সা.) সারা জীবন পায়ের পাতার উপর ভর করে বসেই ইস্তেনজা করেছেন। শুধু মাত্র একবার ওজরের কারণে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তাই নারী-পুরুষ সকলের জন্যই ওজর না থাকলে লো কমোডে বসে ইস্তেনজা করা উচিত। এর মাধ্যমে যেমন পাক পবিত্রতা ও সওয়াব অর্জন হয়। তেমনি ভাবে শরীর স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। আল্লাহ আমাদেরকে নবীজীর সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমীন।

 

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب

উত্তর প্রদানে- আনাস আহমাদ।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।  

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *