প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! প্রিয় শায়েখ আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার জানার বিষয় হলো, আজকে আমি ঘুমের মধ্যে দেখলাম আমার স্বপ্নদোষ হচ্ছে কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কাপড়ে বা শরীরে বীর্যপাতের কোন চিহ্ন দেখতে পেলাম না। এমতাবস্থায় আমার উপর গোসল ফরয হবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
যদি কেউ ঘুমের মধ্যে দেখে যে, তার স্বপ্নদোষ হচ্ছে কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কাপড়ে বা শরীরে বীর্যপাতের কোন চিহ্ন দেখতে না পায় এমতাবস্থায় তার উপর গোসল ফরয হবে না। যা আমরা সহীহ হাদীসের আলোকে জানতে পারি। যেমন:
أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُعَادٍ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ” الْمَاءُ مِنَ الْمَاءِ
১. অর্থ: আবু আইয়্যুব (রাযি.) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, পানির ব্যবহার পানির কারণেই অপরিহার্য হয়। (অর্থাৎ বীর্যপাত হলেই গোসল করতে হয়)। (ইফা. সুনানে নাসায়ী, হাদীস নং ১৯৯ হাদীসের মান: সহীহ)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ، عَنِ الْعُمَرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ “ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَرَأَى بَلَلاً وَلَمْ يَرَ أَنَّهُ احْتَلَمَ اغْتَسَلَ وَإِذَا رَأَى أَنَّهُ قَدِ احْتَلَمَ وَلَمْ يَرَ بَلَلاً فَلاَ غُسْلَ عَلَيْهِ ”
২.অর্থ: আয়েশা (রা.) সূত্রে নবী (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি তোমাদের কেউ নিদ্রা থেকে জাগ্রত হয়ে আর্দ্রতা দেখে কিন্তু স্বপ্নদোষের কথা তার মনে পড়ে না, সে গোসল করে নেবে। আর যদি কারো স্বপ্নদোষের কথা মনে পড়ে যায় কিন্তু সে কোন আর্দ্রতা দেখতে না পায়, তাহলে তার উপর গোসল ওয়াজিব নয়। (ইফা. সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৬১২ হাদীসের মান: হাসান)
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ شُعْبَةَ، قَالَ سَمِعْتُ عَطَاءً الْخُرَاسَانِيَّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ، قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمَرْأَةِ تَحْتَلِمُ فِي مَنَامِهَا فَقَالَ ” إِذَا رَأَتِ الْمَاءَ فَلْتَغْتَسِلْ “
৩. অর্থ: খাওলা বিনতে হাকীম (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এমন নারীর কথা জিজ্ঞাসা করলাম যার স্বপ্নদোষ হয়। তিনি বললেন, যখন সে বীর্য দেখবে, তখন গোসল করবে।(ইফা, সুনানে নাসায়ী, হাদীস নং ১৯৮ হাদীসের মান: সহীহ)
উল্লেখিত সহীহ হাদীস সমূহের আলোকে আমরা জানতে পারলাম যে, যদি কেউ ঘুমের মধ্যে দেখে যে, তার স্বপ্নদোষ হচ্ছে কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কাপড়ে বা শরীরে বীর্যপাতের কোন চিহ্ন দেখতে না পায় এমতাবস্থায় তার উপর গোসল ফরয হবে না। অর্থাৎ বীর্যপাত হলেই কেবল গোসল করতে হবে। এই হুকুম পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আব্দুশ শাকূর।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply