হাঁটু বের হয়ে গেলে বা গালি দিলে কি ওযু ভেঙ্গে যায় ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! প্রিয় মুফতী সাহেব! কেউ কেউ বলেন,অযু অবস্থায় হাঁটু বের হয়ে গেলে কিংবা কোন কুরুচিপূর্ণ কথা বললে বা গালি দিলে অযু নষ্ট হয়ে যায়। তাদের এই কথা কতটুকু দলিল সম্মত জানালে ভালো হয়।

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

আমাদের সমাজের কেউ কেউ মনে করেন অযু করার পর সতর খুলে গেলে কিংবা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অযু ভেঙ্গে যায়। আবার কেউ কেউ কুরুচিপূর্ণ কথা বা গালি দিলেও অযু ভেঙ্গে যায় বলে থাকেন। অথচ এ সকল ধারণা সঠিক নয় কারণ এমন কোন কথা কুরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়। তবে শরয়ী ওজর ছাড়া ইচ্ছাকৃত ভাবে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের চেহারা ও হাত-পায়ের তালু ব্যতীত কোন অংশ খোলা রাখা হারাম। আর সর্বদা ঢেকে রাখা ফরয।

وَ قُلۡ لِّلۡمُؤۡمِنٰتِ یَغۡضُضۡنَ مِنۡ اَبۡصَارِہِنَّ وَ یَحۡفَظۡنَ فُرُوۡجَہُنَّ وَ لَا یُبۡدِیۡنَ زِیۡنَتَہُنَّ اِلَّا مَا ظَہَرَ مِنۡہَا

১.অর্থ: আর ঈমানদার নারীদেরকে বল, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। আর তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া। (সূরা নূর: আয়াত নং ৩১)

عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ، دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهَا ثِيَابٌ رِقَاقٌ فَأَعْرَضَ عَنْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ” يَا أَسْمَاءُ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ لَمْ تَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلاَّ هَذَا وَهَذَا وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ

২.অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আসমা বিনতে আবু বকর (রা.) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাতলা কাপড় পরে উপস্থিত হলে, তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেনঃ হে আসমা! যখন মেয়েরা সাবালিকা হয়, তখন তাদের এমন পাতলা কাপড় পরা উচিত নয়, যাতে তাদের শরীর দেখা যায়। তবে তিনি ইশারা করে মুখমণ্ডল ও দুই হাতের কব্জা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ৪০৫৯ হাদীসের মান: সহীহ)

أَخْبَرَنِي ابْنُ جَرْهَدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِهِ وَهُوَ كَاشِفٌ عَنْ فَخِذِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ غَطِّ فَخِذَكَ فَإِنَّهَا مِنَ الْعَوْرَةِ ‏.‏

৩.অর্থ: জারহাদ (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, তার উরু খোলা ছিল। এমন সময় নবী (সা.) তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন বললেন, তোমার উরু ঢাক, কেননা উরুও সতরের অন্তর্ভুক্ত। (ইফা. সুনানে তিরমিযী হাদীস নং ২৭৯৮ সুনানে আবু দাউদ হাদীস নং ৩৯৭৩ হাদীসের মান: সহীহ)

عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا يَنْظُرَنَّ إِلَى شَيْءٍ مِنْ عَوْرَتِهِ، فَإِنَّ مَا أَسْفَلَ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتَيْهِ مِنْ عَوْرَتِهِ ”

৪.অর্থ: আমর ইবনে শুআইব (রহ.) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল (সা.) বলেন: কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। (মুসনাদে আহমাদ হাদীস নং ৬৭৫৬ হাদীসের মান: হাসান)

عَنْ زُبَيْدٍ، قَالَ سَأَلْتُ أَبَا وَائِلٍ عَنِ الْمُرْجِئَةِ،، فَقَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ” سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ ”

৫.অর্থ: আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন যে, রাসূল (ﷺ) বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকী ( জঘন্য পাপ) আর কোন মুসলমানকে হত্যা করা কুফরী (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৪৬ সহীহ মুসলিম হাদীস নং ১২৫ হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ” مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ خُلُقٍحَسَنٍ وَإِنَّ اللَّهَ لَيَبْغَضُ الْفَاحِشَ الْبَذِيءَ ”

৬.অর্থ: আবু দারদা (রা.) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন। (ইফা. সুনানে তিরমিযী হাদীস নং ২০০৮ হাদীসের মান: সহীহ)

উল্লেখিত কুরআনের আয়াত ও হাদীসগুলো দ্বারা প্রমাণিত হলো, হাঁটুর উপরে কাপড় উঠালে অথবা কুরুচিপূর্ণ কথা বা গালি দিলে গোনাহ হয়। কিন্তু এর দ্বারা অযু ভেঙ্গে যাবে না কারণ অযু ভাঙ্গার কারণের মধ্যে এগুলো নেই।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মুহাম্মদ আতাউর রহমান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *