স্বামী মারা গেলে স্ত্রী সঙ্গে সঙ্গে বিবাহ করতে পারবে কি ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! স্বামী মারা গেলে স্ত্রী সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَد

কোনো মহিলার স্বামী মারা গেলে তার ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। যদি বিধবা মহিলা গর্ভবতী না হয় তাহলে তার জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। আর গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। কোনো বিধবা মহিলা যদি ইদ্দত শেষ না করেই অন্যত্র বিবাহ করে তাহলে তার বিবাহ সহীহ হবে না। তবে ইদ্দত পালনরত অবস্থায় তাকে ইশারা-ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেওয়া জায়েয আছে।

وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّعَشۡرًا ۚ فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ

১.অর্থ: তোমাদের মধ্যে যারা মারা যায় ও স্ত্রী রেখে যায়। তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। অতঃপর তারা যখন নিজ ইদ্দত (এর মেয়াদ)-এ পৌঁছে যাবে। তখন তারা নিজেদের ব্যাপারে ন্যায়সম্মতভাবে যা কিছু করবে (যেমন দ্বিতীয় বিবাহ) তাতে তোমাদের কোনো গোনাহ নেই। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।(সূরা বাকারা: আয়াত নং ২৩৪)

عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ: أَنَّ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ نُفِسَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ، فَجَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَتْهُ أَنْ تَنْكِحَ، «فَأَذِنَ لَهَا فَنَكَحَتْ»

২.অর্থ: মিসওয়ার ইবনে মাখরামা (রা.) থেকে বর্ণিত যে, সুবাইয়া আসলামিয়্যা তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করে। এরপর সে নবী (ﷺ) এর কাছে এসে বিয়ে করার অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দেন। তখন সে অন্যত্র বিয়ে করে। (সহীহ বুখারী, হাদীস নং ৫৩২০ সুনানে নাসাঈ হাদীস নং ৩৫০৮ হাদীসের মান: সহীহ)

وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا عَرَّضۡتُمۡ بِہٖ مِنۡ خِطۡبَۃِ النِّسَآءِ اَوۡ اَکۡنَنۡتُمۡ فِیۡۤ اَنۡفُسِکُمۡ

৩.অর্থ: আর (ইদ্দতের ভেতরে) তোমরা যদি নারীদের কে ইশারা-ইঙ্গিতে বিবাহের প্রস্তাব দাও অথবা (তাদেরকে বিবাহ করার ইচ্ছা) নিজ অন্তরে গোপন রাখ, তবে তাতে তোমাদের কোনো গোনাহ নেই। (সূরা: বাকারা: আয়াত নং ২৩৫)

وَلَا تَعۡزِمُوۡا عُقۡدَۃَ النِّکَاحِ حَتّٰی یَبۡلُغَ الۡکِتٰبُ اَجَلَہٗ

৪.অর্থ: আর ইদ্দতের নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত বিবাহকার্য সম্পন্ন করার ইচ্ছা করো না। (সূরা বাকারা: আয়াত নং ২৩৫)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মোহাম্মদ আবুল হাসান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *