সূরা ইখলাস ৩ বার পড়লে কি ১ খতম কুরআন পড়ার সওয়াব হয় ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! অনেকেই বলেন, সূরা ইখলাস ৩ বার পড়লে নাকি ১ খতম কুরআন তিলাওয়াত এর সওয়াব পাওয়া যায় ? এই কথাটা সঠিক কিনা দলিলসহ জানতে চাই ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

সূরা ইখলাস তিনবার তিলাওয়াত করলে পরিপূর্ণ কুরআন তিলাওয়াত হয়ে যাবে অথবা এক খতম কুরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। এমন কোনো কথা হাদীসের কোথাও পাওয়া যায় না। বরং হাদীসের ভাষ্য দ্বারা বুঝা যায় সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে কুরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াতের সমতুল্য হবে। সে হিসেবেই অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন, সূরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কুরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে।

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ القُرْآنِ فِي لَيْلَةٍ؟» فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «اللَّهُ الوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ القُرْآنِ»

১.অর্থ: আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) তাঁর সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতে অসাধ্য মনে কর? এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কার সাধ্য আছে যে, এমনটি পারবে? তখন তিনি বললেন, “কুল হুওয়াল্লহু আহাদ” অর্থাৎ সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশ। (সহীহ বুখারী, হাদীস নং ৫০১৫ সহীহ মুসলিম, হাদীস নং ৮১১ হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ

২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কুল হুওয়াল্লহু আহাদ সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান। (সুনানে তিরমিযী, হাদীস নং ২৮৯৯ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৭৮৭ হাদীসের মান: সহীহ)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-শফিকুল ইসলাম।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *