সিজদার সময় জমিনে দুই হাত বিছিয়ে রাখা যাবে কি ?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম! হযরত আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্ন হলো, সিজদার সময় জমিনে দুই হাত বিছিয়ে দেওয়া কি ঠিক ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

নামাযে পুরুষদের জন্য সিজদা অবস্থায় জমিনে দুই হাত বিছিয়ে রাখা মাকরূহ। আর মহিলাদের জন্য সিজদা অবস্থায় উভয় হাত জমিনে বিছিয়ে রাখা উত্তম। কারণ মহিলারা জমিনে হাত বিছিয়ে রাখলে পর্দা বেশি রক্ষা হয়। কোনো পুরুষ অথবা মহিলা যদি উক্ত নিয়মের ব্যতিক্রম করে তাহলেও নামায হয়ে যাবে তবে নামায মাকরূহ হবে।

عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” اعْتَدِلُوا فِي السُّجُودِ وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ

১.অর্থ: আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সিজদার সময় অঙ্গসমূহ সঠিক রাখবে। কুকুরের মত দুই হাত বিছিয়ে দিবে না। (সহীহ বুখারী হাদীস নং ৮২২ সহীহ মুসলিম হাদীস নং ৪৯৩ হাদীসের মান: সহীহ)

عَنِ الْبَرَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَجَدْتَ فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ

২.অর্থ: বারা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তুমি সিজদা করবে, তখন তোমার দুই হাতের তালু (জমিনে) রাখবে এবং দুই কনুই (জমিন থেকে) উঠিয়ে রাখবে। (সহীহ মুসলিম, হাদীস নং ৪৯৪ হাদীসের মান: সহীহ)

عَنْ يَزِيْدِ بْنِ أَبِيْ حَبِيْب أن رسولَ اللهِ ﷺ مرّ على امرأتَينِ تُصلّيانِ فقال إذا سجدتما فضُمّا بعضَ اللحمِ إلى الأرضِ فإن المرأةَ ليستْ في ذلك كالرجلِ

৩.অর্থ: ইয়াযীদ ইবনে আবী হাবীব (রহ.) বলেন, একবার রসূলুল্লাহ (ﷺ) নামাযরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা যখন সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে। কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষদের মতো নয়। (মারাসীলে আবু দাউদ হাদীস নং ৮০)

তাহকীক: ইবনুল মুলাক্কিন (রহ.) বলেন, এর সনদ হাসান কিংবা সহীহ। নবাব সিদ্দীক হাসান খান (রহ.) বলেন, উল্লিখিত হাদীসটি সকল ইমামের উসূল অনুযায়ী দলিল হিসেবে পেশ করার যোগ্য। মুহাম্মাদ ইবনে ইসমাঈল আমীর ইয়ামানী (রহ.) এই হাদীসকে দলিল হিসেবে গ্রহণ করে পুরুষ ও মহিলার সিজদার পার্থক্য বর্ণনা করেছেন। (তুহফাতুল মুহতাজ ১/৪১৮, আওনুল বারী ১/৫২০,সুবুলুস সালাম শরহু বুলুগিল মারাম ১/৩৫১,৩৫২)

উপরোক্ত হাদীসগুলো দ্বারা স্পষ্ট হলো যে, পুরুষেরা সিজদার সময় জমিন থেকে উভয় বাহু আলাদা রাখবে। আর মহিলারা সিজদার সময় উভয় বাহু জমিনের উপর বিছিয়ে রাখবে। এর বিপরীত করলে নামায মাকরূহ হবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মুহাম্মদ রুহুল আমীন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *