প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে জানতে চাই ? সাহু সিজদা দিতে ভুলে গেলে নামায শেষে সালাম ফিরানোর পর সাহু সিজদা দেওয়া যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
যদি কোন ব্যক্তির নামাযে সাহু সিজদা ওয়াজিব হয়। আর ঐ ব্যক্তি ভুলে সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে নেয়। এরপর যদি সে নামায ভঙ্গের কোনো কাজ না করে থাকে। অর্থাৎ কারো সাথে কথা বলেনি কিংবা কিবলার দিক থেকে সিনা সরায়নি। তাহলে সে ঐ অবস্থায় দুই সিজদা দিয়ে তাশাহুদ ও অন্যান্য দু’আ পড়বে। এরপর সালাম ফিরালে তার সাহু সিজদা আদায় হয়ে যাবে। আর যদি নামাযের বহির্ভূত কোনো কাজ করে ফেলে তাহলে পুনরায় নতুন করে নামায পড়তে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ وَهُوَ جَالِسٌ ثُمَّ سَلَّم
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) (একদা নামাযে) সালাম ফিরিয়ে ফেললেন এবং সেই বসা অবস্থায় থেকেই তিনি সাহু সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন। (সুনানে নাসায়ী, হাদীস নং ১৩৩০ হাদীসের মান: হাসান)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَهُمَا بَعْدَ السَّلاَمِ
২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) সালামের পর সাহু সিজদা করেছেন। (সুনানে তিরমিযী, হাদীস নং ৩৯৪ হাদীসের মান: সহীহ)
উক্ত আলোচনার দ্বারা আমরা জানতে পারলাম যে, যদি কোনো ব্যক্তি সাহু সিজদা ওয়াজিব হওয়ার পর ভুলে সাহু সিজদা না করে। এরপর সালাম ফিরানোর পর নামায ভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয়। তাহলে তৎক্ষণাৎ সাহু সিজদা দিলে তার নামায সহীহ হয়ে যাবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মো. জাকারিয়া।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply