প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মুক্তাদী যদি সামান্য সময়ের জন্য ইমামকে রুকুতে পায় তাহলে কি ঐ রাকাত পেয়েছে ধরা হবে ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
মুক্তাদী যদি সামান্য সময়ের জন্য ইমামকে রুকুতে পায়, তাহলে সে ঐ রাকাত পেয়েছে বলে গণ্য হবে। কারণ রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরী। তবে ইমামের সাথে রুকুর তাসবীহ পড়া জরুরী নয়। কিন্তু যদি রুকুতে যাওয়ার পূর্বেই ইমাম রুকু থেকে মাথা উঠিয়ে পিঠ সোজা করে ফেলে তাহলে ঐ রাকাত গণ্য হবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جِئْتُمْ إِلَى الصَّلاَةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلاَ تَعُدُّوهَا شَيْئًا وَمَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যখন নামাযে এসে আমাদের সিজদারত অবস্থায় পাবে, তখন তোমরা সিজদায় শামিল হয়ে যাবে। তবে উক্ত সিজদা নামাযের রাকাত হিসাবে গণ্য করবে না। যে ব্যক্তি রুকু পেয়েছে, সে নামাযও পেয়েছে (অর্থাৎ
ঐ রাকাত পেয়েছে)। (সুনানে আবু দাউদ হাদীস নং ৮৯৩ মিশকাতুল মাসাবীহ হাদীস নং ১১৪৩ হাদীসের মান: হাসান)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ ”
২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোন নামাযের রুকু পেয়েছে, সে নামাযও পেয়েছে। (সহীহ বুখারী হাদীস নং ৫৮০ সহীহ মুসলিম হাদীস নং ১২৪৮ হাদীসের মান: সহীহ)
উল্লেখিত হাদীসগুলো দ্বারা স্পষ্ট বুঝা যায় যে,যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেল সে ঐ রাকাত পেয়েছে বলে ধরা হবে। এই ব্যাপারে মতানৈক্য থাকলেও বিশুদ্ধ ও শক্তিশালী মত হলো রুকু পেলে উক্ত রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে। উল্লেখ্য, ইমামকে রুকু অবস্থায় পাক বা রুকু থেকে দাঁড়ানো অবস্থায় পাক উভয় ক্ষেত্রে হাত বাঁধতে হবে না। বরং দুই হাত তুলে তাকবীরে তাহরিমা বলে হাত না বেঁধে রুকুর তাকবীর বলে রুকুতে যাবে। আর ইমাম দাঁড়িয়ে গেলে হাত না বেঁধে ইমামের সাথে নামাযে শরীক হয়ে যাবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আতাউর রহমান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply