প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। আমার প্রশ্নটি হলো কোনো ব্যক্তির সন্তান যদি কাফের হয়ে যায় তাহলে সে সম্পদের অংশ পাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
সন্তান কাফের বা মুরতাদ হয়ে গেলে সে মুসলিম পিতা ও আত্মীয় স্বজনের সম্পদ থেকে অংশীদার হবে না। পরবর্তীতে পুনরায় যখন ইসলাম গ্রহণ করবে, তখন তার মালিকানা ফিরে আসবে।তেমনিভাবে নওমুসলিম সন্তানও কাফের পিতা ও আত্মীয় স্বজনের সম্পদের অংশীদার হবে না। তবে চাওয়া ছাড়া যদি সম্পদ প্রাপ্ত হয় তাহলে ঐ সম্পদ ফেরত দিতে হবে না। তবে সন্তান ফাসেক হলে সম্পদের অংশীদার হবে।
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَرِثُ المُسْلِمُ الكَافِرَ وَلاَ الكَافِرُ المُسْلِمَ»
১. অর্থ: উসামা ইবনে যায়েদ (রা.) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ মুসলমান কাফিরের উত্তরাধিকারী হয় না আর কাফিরও মুসলমানের উত্তরাধিকারী হয় না। (সহীহ বুখারী, হাদীস নং ৬৭৬৪ সহীহ মুসলিম, হাদীস নং ৩৯৯৫ হাদীসের মান: সহীহ)
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” لاَ يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ شَتَّى ” .
২. অর্থ: আব্দুল্লাহ্ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে, দুটি ভিন্ন ধর্মের অনুসারীরা একে অপরের ওয়ারিস হতে পারে না। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২৯১১ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২৭৩১ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে- আবু তাহের।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply