প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন, শীতকালে নামাযের মধ্যে মুখ ঢেকে রাখা যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
বিশেষ কোন কারণ ছাড়া নাক মুখ ইত্যাদি কাপড় দ্বারা ঢেকে নামায আদায় করা মাকরূহ। তবে কোন ওজরের কারণে ঢাকলে নামায মাকরূহ হবে না। সেই হিসেবে প্রচণ্ড শীতের কারণে কিংবা কোন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যাপক ক্ষতি থেকে বাঁচার জন্য। মুখ ঢেকে অথবা মাস্ক পরে নামায আদায় করলে মাকরূহ হবে না। এমনিভাবে কোন নারী যদি পর্দা রক্ষার্থে মুখ ঢেকে নামায আদায় করে তাহলেও মাকরূহ হবে না৷ তবে শর্ত হলো নাক ও কপাল জমিনে লাগাতে হবে। যদি নাক ও কপাল জমিনে না লাগে তাহলে নামায হবে না।
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
১.অর্থ: “আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না”। (সূরা বাকারা: আয়াত নং ১৮৫)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ فِي الصَّلاَةِ .
২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) যে কোন ব্যক্তিকে নামাযরত অবস্থায় তার মুখ ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৯৬৬ সুনানে আবু দাউদ হাদীস নং ৬৪৩ হাদীসের মান: হাসান)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَاليَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ القَدَمَيْنِ وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ»
৩.অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন। আর দুই হাত, দুই হাঁটু ও দুই পায়ের আঙ্গুল- সমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহীহ বুখারী, হাদীস নং ৮১২ সহীহ মুসলিম হাদীস নং ৪৯০ হাদীসের মান: সহীহ)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِدَّةِ الحَرِّ، فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ وَجْهَهُ مِنَ الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ، فَسَجَدَ عَلَيْهِ
৪. অর্থ: আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রচণ্ড গরমে আমরা রসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে নামায আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা (কপাল) স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করতো। (সহীহ বুখারী, হাদীস নং ১২০৮ সহীহ মুসলিম হাদীস নং ৬২০ হাদীসের মান: সহীহ)
উপরোক্ত কুরআনের আয়াত ও হাদীসগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে, কোন রকম অপারগতা ছাড়া নামাযে মুখ ঢেকে রাখা মাকরূহ। যদি মুখ ঢেকে রাখার কারণে নাক ও কপাল জমিনে না লাগে তাহলে নামায হবে না। শীতকালে ঠাণ্ডা থেকে বাঁচার জন্য জায়নামায বিছিয়ে নামায আদায় করা যেতে পারে। কোথাও যদি শীতের প্রকোপ এত বেশি হয় যার দ্বারা ব্যাপক ক্ষতির আশঙ্কা হয়। তাহলে মুখ ঢেকে নামায পড়তে পারবে এতে নামায ভঙ্গ হবে না এবং মাকরূহ হবে না।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আরিফুল ইসলাম।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply