প্রশ্নঃ আসসালামু আলাইকুম! শায়েখ কেউ যদি রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক পতিত হবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
রাগের বশে হোক অথবা শান্তভাবে হোক কারো গলা কেটে ফেললে যেমন মানুষটি মারা যায়। তেমনি কোন সুস্থ ব্যক্তি রাগের বশে কিংবা শান্তভাবে। তার স্ত্রীকে উদ্দেশ্য করে মৌখিক বা লিখিত তালাক দিলেও তালাক পতিত হয়ে যাবে। এমনকি একসাথে তিন তালাক দিলেও তিন তালাক পতিত হবে চাই নিয়ত থাকুক বা না থাকুক। অবশ্য কেউ যদি মনে মনে তালাক দেয় তাহলে তালাক পতিত হবে না। কারণ তালাকের জন্য নির্ধারিত শব্দ বা তার সমার্থক শব্দ উল্লেখ করা জরুরী।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ “
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলূল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিনটি বিষয় এমন রয়েছে যা মনেপ্রাণে করা হোক অথবা হাসি তামাশার ছলে করা হোক, তা কার্যকর হবে। তাহলোঃ বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৯৪ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ২০৩৯ হাদীসের মান: হাসান)
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
২.অর্থ: অতঃপর সে (স্বামী) যদি (তৃতীয়) তালাক দিয়ে দেয় তাহলে সে (তালাকপ্রাপ্ত স্ত্রী) সেই পুরুষের জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না। যতক্ষণ না সে অন্য কোনও স্বামীকে বিবাহ করবে। অতঃপর যদি সে (দ্বিতীয় স্বামী) তাকে তালাক দিয়ে দেয়। তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন গোনাহ নেই। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। (সূরা বাকারা: আয়াত নং ২৩০)
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعٌ قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا سُئِلَ عَمَّنْ طَلَّقَ ثَلاَثًا قَالَ لَوْ طَلَّقْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَنِي بِهٰذَا فَإِنْ طَلَّقْتَهَا ثَلاَثًا حَرُمَتْ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ
৩.অর্থ: লাইস (রহ.) নাফে (রহ.) থেকে বর্ণনা করেছেন, ইবনে উমর (রা.) এর কাছে এক সাথে তিন তালাক দিলে তিন তালাক পতিত হওয়া না হওয়া (রুজু করা যাবে কিনা) বিষয়ে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বলেন যদি তুমি এক বা দুই তালাক দিয়ে থাকো তাহলে রুজু (তথা স্ত্রীকে বিবাহ করা ছাড়াই ফিরিয়ে আনা) করতে পারো। কারণ রসূলুল্লাহ (ﷺ) আমাকে এরকম অবস্থায় ‘রুজু’ করার আদেশ দিয়েছিলেন। যদি তিন তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে। যতক্ষণ না সে স্ত্রী তোমাকে ছাড়া অন্য স্বামীকে বিয়ে করে। (সহীহ বুখারী হাদীস নং ৫২৬৪ হাদীসের মান: সহীহ)
উল্লেখ্য কেউ যদি প্রচন্ড রেগে যায় ও রাগের ফলে বেহুঁশ হয়ে পড়ে। আর এ অবস্থায় সে কী বলেছে তার কিছুই মনে না থাকে তাহলে ঐ অবস্থার তালাক কার্যকর হবে না। (মাসিক আল-কাউসার,জুন ২০১২)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
- উত্তর প্রদানে- রাকিবুল ইসলাম।
- শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
- উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
- পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply