প্রশ্নঃ আসসালামু আলাইকুম! হযরত আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্নটি হলো মোবাইলে মেসেজ করে অথবা ফোন করে স্ত্রীকে তালাক দিলে সে তালাক কার্যকর হবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَد
স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে মুখে উচ্চারণ করে তালাক দিলে যেমন কার্যকর হয়। অনুরূপভাবে লিখিতভাবে দিলেও তা কার্যকর হয়ে যায়। অতএব স্বামী স্ত্রীকে মেসেজ করে, চিঠি দিয়ে, ফোন করে কিংবা ইমেইল করে তালাক দিলেও তা কার্যকর হয়ে যাবে। এজন্য তালাক শব্দটি স্ত্রীর নিজে শোনা কিংবা তার কাছে সংবাদ পৌঁছানো জরুরী নয়। বাকি স্ত্রীকে পরে জানিয়ে দেওয়া আবশ্যক, যাতে সে ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
حَدَّثَنَا الشَّعْبِيُّ قَالَ حَدَّثَتْنِي فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ قَالَتْ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ أَنَا بِنْتُ آلِ خَالِدٍ وَإِنَّ زَوْجِي فُلَانًا أَرْسَلَ إِلَيَّ بِطَلَاقِي وَإِنِّي سَأَلْتُ أَهْلَهُ النَّفَقَةَ وَالسُّكْنَى فَأَبَوْا عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدْ أَرْسَلَ إِلَيْهَا بِثَلَاثِ تَطْلِيقَاتٍ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا النَّفَقَةُ وَالسُّكْنَى لِلْمَرْأَةِ إِذَا كَانَ لِزَوْجِهَا عَلَيْهَا الرَّجْعَةُ
১.অর্থ: শা’বী (রহ.) থেকে বর্ণিত। ফাতেমা বিনতে কায়েস (রা.) আমার কাছে বর্ণনা করেছেন যে, আমি রসূলুল্লাহ্ (ﷺ) এর খেদমতে উপস্থিত হয়ে বললামঃ আমি আলে খালিদের কন্যা। আর আমার স্বামী অমুক আমার নিকট তালাকের খবর/চিঠি পাঠিয়েছে। আমি তার অভিভাবকের নিকট খোরপোষ এবং বাসস্থান চাইলে তারা তা আমাকে দিতে অস্বীকার করেছে।
ইয়া রসূলাল্লাহ্! তারা বললোঃ সে তার নিকট তিন তালাকের খবর/চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, তখন রসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ খোরপোষ এবং বাসস্থান স্ত্রীর জন্য ঐ সময় দেওয়া হবে যখন তাকে ফিরিয়ে আনার অধিকার স্বামীর থাকে। (সুনানে নাসায়ী, হাদীস নং ৩৪০৩ সুনানে আবু দাউদ, হাদীস নং ২২৮৪ হাদীসের মান: সহীহ)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ
২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলূল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিনটি বিষয় এমন রয়েছে যা মনেপ্রাণে করা হোক অথবা হাসি তামাশার ছলে করা হোক, তা কার্যকর হবে। তা হলোঃ বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৯৪ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ২০৩৯ হাদীসের মান: হাসান)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
- উত্তর প্রদানে- অলিউর রহমান।
- শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
- উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
- পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply