প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! আমার আম্মা নিজের আকীকা করতে চেয়েছিলেন কিন্তু গত সপ্তাহে তিনি মারা গেছে। এখন আমরা তার মৃত্যুর পরে তার পক্ষ থেকে আকীকা করতে পারবো কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
মৃত ব্যক্তির নামে আকীকা করার কোন প্রমাণ নেই। তাই আকীকা না করাই উচিত তবে তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে করতে পারবে। আকীকা মূলত জীবিত ব্যক্তির জন্য করা মুস্তাহাব। সন্তান জন্মগ্রহণ করার সপ্তম দিনে আকীকা করা অধিক উত্তম। কেউ সপ্তম দিনে আকীকা না করতে পারলে চৌদ্দতম দিনে করবে। না পারলে একুশতম দিনে করবে। যদি তাও সম্ভব না হয়, তাহলে পরবর্তীতে যে কোনো দিন করবে। কারো আকীকা করা না হলে বড় হয়ে নিজের আকীকা নিজেও করতে পারবে।
عَنْ أُمِّ كُرْزٍ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” عَنِ الْغُلاَمِ شَاتَانِ مِثْلاَنِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ
১.অর্থ: উম্মে কুরযিন (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ছেলের আকীকার জন্য একইমানের দুটি বকরী এবং মেয়ের আকীকার জন্য একটা বকরী কুরবানী করাই যথেষ্ট। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২৮৩৬ সুনানে তিরমিযী, হাদীস নং ১৫১৩ হাদীসের মান: সহীহ)
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى
২.অর্থ: সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত। রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে (আল্লাহর নিকট) বন্ধকস্বরূপ থাকে। কাজেই সপ্তম দিনে তার পক্ষ হতে কুরবানী করবে এবং তার মাথা মুণ্ডন করে নাম রাখবে। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২৮৩৮ সুনানে নাসাঈ, হাদীস নং ৪২২০ হাদীসের মান: সহীহ)
بريدة بن الحصيب الأسلمي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم العقيقةُ تُذْبَحُ لسَبْعٍ، أوْ لِأَرْبَعَ عشرَةَ، أوْ لِإِحْدى وعشرينَ
৩.অর্থ: বুরাইদা ইবনে সুহাইব আল আসলামী (রা.) হতে বর্ণিত। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আকীকা সপ্তম দিনে জবাই করতে হবে। অথবা চৌদ্দতম দিনে অথবা একুশতম দিনে। (আল-জামেউ সগীর ৫৬৮১ হাদীসের মান: সহীহ)
তাহকীক: সুয়ূতী (রহ.) বলেন, হাদীসটি সহীহ। আলবানী (রহ.) বলেন, হাদীসটির সনদ সহীহ।
(আল-জামেউ সগীর ৫৬৮১, সহীহুল জামে ৪১৩২)
عن أنس بن مالك أنَّ النبيَّ صلَّى اللهُ عليه وسلَّم عقَّ عنِ نفسِهِ بعدَ ما بُعِثَ نبيًّا
৪.অর্থ: আনাস ইবনে মালেক (রা.) বলেন, রসূলুল্লাহ (ﷺ) নবুওয়ত প্রাপ্তির পর নিজের আকীকা নিজেই করেছেন। (আল-মুজামুল আউসাত ৯৯৪ আল-বাযযার ৭২৮১ হাদীসের মান: হাসান)
তাহকীক: নাসিরুদ্দীন আলবানী (রহ.) বলেন, এই হাদীসের সনদ হাসান। (সিলসিলাতুস সহীহা ২৭২৬)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-মাসুম বিন আব্দুল আযিয।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply