প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। অনেকে মুসাফাহা করার সময় হাতে হালকা চাপ দিয়ে থাকেন। আবার কেউ কেউ মুসাফাহার সময় বলেন, যত ঝাঁকি তত নেকি। এই বিষয়গুলো কতটুকু গ্ৰহণযোগ্য দলিলসহ জানতে চাই ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
মুসাফাহা করার সময় হাতে ঝাঁকি দেওয়া, চুমু খাওয়া, হালকা চাপ দেওয়া কিংবা মুসাফাহার পর হাত বুকের সঙ্গে মেলানো এ সব কিছুই ভিত্তিহীন। ইসলামী শরীয়তে এ ধরনের কোন নিয়ম নেই। মুসাফাহার সুন্নত পদ্ধতি হলো, উভয় হাতে একজন আরেজনের সাথে স্বাভাবিক ভাবে মিলাবে। আমাদের জানা মতে নির্ভরযোগ্য সূত্রে মুসাফাহার নির্ধারিত কোন দু’আ বর্ণিত হয়নি। তবে এক হাদীসে আল্লাহর প্রশংসা ও ইস্তিগফার করার কথা বলা হয়েছে। এ হিসেবে কেউ চাইলে ইয়াগ ফিরুল্লহু লানা ওয়ালাকুম বলেও দু’আ করতে পারে। অথবা অন্য কোন দু’আর মাধ্যমেও আল্লাহ তা’আলার প্রশংসা ও ইস্তিগফার করতে পারবে।
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا
১.অর্থ: বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দুই মুসালিমের যখন সাক্ষাৎ হয় আর তারা পরস্পর মুসাফাহা করে তখন তাদের আলাদা হওয়ার আগেই আল্লাহ্ তাআলা তাদের (সগীরা) গোনাহ মাফ করে দেন। (সুনানে তিরমিযী, হাদীস নং ২৭২৭ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৭০৩ হাদীসের মান: সহীহ)
قَالَ ابْنُ مَسْعُودٍ عَلَّمَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم التَّشَهُّدَ وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا بِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلمفَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللهِ يُهَرْوِلُ حَتّٰى صَافَحَنِي وَهَنَّأَنِي
২.অর্থ: ইবনে মাসউদ (রা.) বলেন, নবী (ﷺ) যখন আমাকে তাশাহহুদ শিক্ষা দেন, তখন আমার হাত তাঁর দুই হাতের মাঝে ছিল। কা’ব ইবনে মালিক (রা.) বলেন, একবার আমি মসজিদে ঢুকেই রসূলুল্লাহ (ﷺ) কে পেয়ে গেলাম। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন। (সহীহ বুখারী, হাদীস নং ৬২৬৩ হাদীসের মান: সহীহ)
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَا
৩.অর্থ: বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন দু’জন মুসলমান মিলিত হয় এবং মুসাফাহ করে, আল্লাহর প্রশংসা করে এবং তাঁর নিকট ক্ষমা চায়, তখন তিনি তাদের মাফ করে দেন। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৫২১১ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৪৬৭৯ হাদীসের মান: হাসান)
তাহকীক: ইবনে মুফলিহ (রহ.) বলেন, হাদীসটির সনদ হাসান। সুয়ূতী (রহ.) বলেন এর সনদ হাসান। ইমাম আবু দাউদ (রহ.) হাদীসটি বর্ণনা করে চুপ ছিলেন আর চুপ থাকলে সেটি তার কাছে সহীহ। (আল-আদাবুশ শারইয়্যাহ ২/২৫৪, আল-জামেউস সগীর ৪৮৪, সুনানে আবু দাউদ ৫২১১)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ ” لاَ ” . قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ ” لاَ ” . قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ ” نَعَمْ
৪.অর্থ: আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি বললঃ ইয়া রসূলাল্লাহ্, আমাদের কারো যদি তার ভাই বা তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তবে কি সে তার অভিবাদন এর জন্য মাথা ঝুঁকাবে? তিনি বললেনঃ না। লোকটি বললঃ তাহলে কি তাকে লেপটে ধরবে এবং চুমা দিবে? তিনি বললেনঃ না। লোকটি বললঃ তাহলে কি সে তার হাত ধরে মুসাফাহা করবে ? তিনি বললেনঃ হ্যাঁ। (সুনানে তিরমিযী, হাদীস নং ২৭২৮ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৭০২ হাদীসের মান: হাসান)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে- মাহমুদুল হাসান।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply