মুসলিম ছেলে মেয়ে অমুসলিম ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কি ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! একজন মুসলমান ছেলে একজন হিন্দু মেয়েকে মুসলমান না বানিয়ে বিবাহ করতে পারবে কি ? যদি মুসলমান না বানিয়ে বিবাহ করে তাহলে ঐ বিবাহের বিধান কী ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

একজন মুসলিম পুরুষ বা নারীর জন্য একজন অমুসলিম পুরুষ বা নারীকে বিবাহ করা জায়েয নেই।
তবে যদি কোন অমুসলিম মুসলমান হয়ে যায় তাহলে তাকে বিবাহ করা জায়েয আছে। যদি কেউ ইসলামের বিধান অমান্য করে কোন অমুসলিমকে বিবাহ করে। তাহলে তাদের বিবাহ সহীহ হবে না এবং তাদের ঘরে জন্ম নেওয়া সকল সন্তান জারজ সন্তান বলে গণ্য হবে।

وَلَا تَنۡکِحُوا الۡمُشۡرِکٰتِ حَتّٰی یُؤۡمِنَّ ؕ وَلَاَمَۃٌ مُّؤۡمِنَۃٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکَۃٍ وَّلَوۡ اَعۡجَبَتۡکُمۡ ۚ وَلَا تُنۡکِحُوا الۡمُشۡرِکِیۡنَ حَتّٰی یُؤۡمِنُوۡا ؕ وَلَعَبۡدٌ مُّؤۡمِنٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکٍ وَّلَوۡ اَعۡجَبَکُمۡ

১.অর্থ: আর তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য একজন মুসলমান দাসী যে কোনো মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও সেই মুশরিক নারী তোমাদের
মুগ্ধ করে। আর নিজেদের নারীদের বিবাহ মুশরিক পুরুষদের সাথে সম্পন্ন করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুসলমান দাসও একজন মুশরিকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। (সূরা: আল বাকারা, আয়াত নং ২২১)

عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ إِذَا سُئِلَ عَنْ نِكَاحِ النَّصْرَانِيَّةِ وَاليَهُودِيَّةِ، قَالَ: ” إِنَّ اللَّهَ حَرَّمَ المُشْرِكَاتِ عَلَى المُؤْمِنِينَ،

২.অর্থ: নাফে (রহ.) থেকে বর্ণিত যে, ইবনে উমরকে কোন খ্রিস্টান বা ইয়াহুদী নারীর বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ আল্লাহ তা‘আলা মুমিনদের উপর মুশরিক নারীদের বিবাহ হারাম করে দিয়েছেন। (সহীহ বুখারী, হাদীস নং ৫২৮৫ হাদীসের মান: সহীহ)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর লিখনে-আবুল কালাম মাহমুদী।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *