প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো মাগরিব নামাযের ওয়াক্ত কখন শুরু এবং শেষ হয় ? দলিলসহ জানালে খুশি হতাম।
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
সূর্য সম্পূর্ণ ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিব নামাযের ওয়াক্ত শুরু হয় এবং পশ্চিম আকাশে শাফাক বিলীন হওয়া পর্যন্ত মাগরিব নামাযের ওয়াক্ত থাকে। মাগরিবের সময় প্রায় সোয়া এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত থাকে। আমাদের দেশের অনেকে মনে করে মাগরিব নামাযের সময় পনের বিশ মিনিট থাকে অথচ এ ধারণাটি সঠিক নয়।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ وَقْتِ الصَّلَوَاتِ فَقَالَ وَقْتُ صَلاَةِ الْمَغْرِبِ إِذَا غَابَتِ الشَّمْسُ مَا لَمْ يَسْقُطِ الشَّفَقَ
অর্থ: আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) কে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন মাগরিবের নামাযের ওয়াক্ত সূর্যাস্ত থেকে শাফাক বিলীন না হওয়া পর্যন্ত থাকে। (সহীহ মুসলিম হাদীস নং ৬১২ সুনানে তিরমিযী হাদীস নং ১৫১ হাদীসের মান সহীহ)
মোটকথা সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ শাফাক বিদ্যমান থাকে ততক্ষণ মাগরিবের সময় থাকে। এ সময়ের মধ্যে মাগরিবের নামায পড়ে নিলে নামায আদায় হয়ে যাবে। কিন্তু মাগরিবের নামায বিলম্ব না করে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আদায় করে নেওয়া উত্তম।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মো. আরিয়ান খাঁন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply