প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! মাগরিবের ফরয নামাযে কোন কিরাত পড়া সুন্নত ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
মাগরিবের ফরয নামাযে কিসারে মুফাসসাল (ছোট কিরাত) অর্থাৎ সূরা যিলযাল থেকে সূরা নাস পর্যন্ত, এর মধ্য থেকে যে কোন সূরা পাঠ করা সুন্নত। অবশ্য উক্ত সূরাগুলো ছাড়াও মাঝে মধ্যে ইমাম সাহেব চাইলে দীর্ঘ কোন সূরা পড়তে পারেন। তবে সাধারণ নিয়ম অনুযায়ী মাগরিবের নামাযে কিসারে মুফাসসাল থেকে পড়াই উত্তম।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ أَشْبَهَ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فُلاَنٍ . قَالَ سُلَيْمَانُ كَانَ يُطِيلُ الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَيُخَفِّفُ الأُخْرَيَيْنِ وَيُخَفِّفُ الْعَصْرَ وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ وَيَقْرَأُ فِي الْعِشَاءِ بِوَسَطِ الْمُفَصَّلِ وَيَقْرَأُ فِي الصُّبْحِ بِطُوَلِ الْمُفَصَّلِ
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ (ﷺ) এর নামাযের সাথে অমুকের চেয়ে সামঞ্জস্যপূর্ণ নামায আর কারও পেছনে আদায় করিনি। সূলাইমান (রা.) বলেন, তিনি যোহরের প্রথম দুই রাকাত লম্বা করতেন, শেষের দুই রাকাত সংক্ষিপ্ত করতেন। আর আসরের নামায সংক্ষিপ্ত করতেন। আর মাগরিবের নামায কিসারে মুফাসসাল দ্বারা আদায় করতেন। আর ইশার নামায আওসাতে মুফাসসাল দ্বারা আদায় করতেন। আর ভোরের নামায অথাৎ ফজর তিওয়ালে মুফাসসাল দ্বারা আদায় করতেন। (সুনানে নাসাঈ হাদীস নং ৯৮২ হাদীসের মান: সহীহ)
عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ فِي المَغْرِبِ بِالطُّورِ»
২.অর্থ: জুবাইর ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মাগরিবের নামাযে সূরা তূর থেকে পড়তে শুনেছি। (সহীহ বুখারী, হাদীস নং ৭৬৫ সহীহ মুসলিম হাদীস নং ৪৬৩ হাদীসের মান: সহীহ)
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلاَتِ
৩.অর্থ: ইবনে আব্বাস (রা.) তাঁর মাতার সূত্রে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) কে মাগরিবের নামাযে সূরা “ওয়াল মুরসালাত” পাঠ করতে শুনেছেন। (সহীহ বুখারী হাদীস নং ৭৬৩ সুনানে নাসায়ী, হাদীস নং ৯৮৬ হাদীসের মান: সহীহ)
উক্ত হাদীসগুলো দ্বারা জানতে পারলাম, মাগরিবের ফরয নামাযে সূরা ফাতেহার পর কিসারে মুফাসসাল তথা সূরা যিলযাল থেকে সূরা নাস পর্যন্ত পড়া সুন্নত। তবে কখানো কখনো এর থেকে কোন বড় সূরা পড়াও জায়েয আছে৷ কেননা রাসূল (ﷺ) মাগরিবের নামাযে মাঝে মাঝে বড় সূরাও তিলাওয়াত করেছেন।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আব্দুল কাইয়ুম।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply