মসজিদে একটা চুল ফেলানো মৃত গাধা ফেলানোর মত এই কথা কি ঠিক ? 

 

 প্রশ্নঃ

 

আসসালামু আলাইকুম।অনেক মানুষের মুখে শুনেছি মসজিদে একটা চুল ফেলা একটা মৃত ছাগল বা গাধা ফেলে রাখার সমতুল্য এই কথা কি সঠিক ?

 

উত্তরঃ

 

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

 

মসজিদ আল্লাহর ঘর তাই একে ময়লা আবর্জনা থেকে পবিত্র রাখা প্রতিটি মুমিন মুসলমানের ঈমানী দায়িত্ব। তবে মসজিদে একটা চুল ফেলা একটা মৃত ছাগল বা গাধা ফেলে রাখার সমতুল্য। এই কথাটি লোকমুখে হাদীস হিসেবে প্রসিদ্ধ হলেও এটি কোন হাদীস নয়। কোন নির্ভরযোগ্য হাদীসের কিতাবে তা পাওয়া যায় না। কিন্তু কুরআন হাদীসে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক তাগিদ দেওয়া হয়েছে এবং অনেক ফজিলতও বর্ণিত হয়েছে। 

 

وَعَہِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہٖمَ وَاِسۡمٰعِیۡلَ اَنۡ طَہِّرَا بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَالۡعٰکِفِیۡنَ وَالرُّکَّعِ السُّجُوۡدِ

 

১.অর্থ: আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম, ‘তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ‘ইতিকাফকারী ও রুকূকারী-সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে’। (সূরা বাকারা আয়াত নং ১২৫)

 

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَاهُ فَقَالَ لَهُ ‏”‏ إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لاَ تَصْلُحُ لِشَىْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلاَ الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلاَةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ ‏ ‏

 

২. অর্থ: আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) এক বেদুঈনকে ডেকে বললেন, দেখ এই মসজিদগুলোতে পেশাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। বরং মসজিদ হলো, আল্লাহর যিকির, নামায এবং কুরআন তিলাওয়াতের স্থান। (ইফা. সহীহ মুসলিম, হাদীস নং ৫৫৪, হাদিসের মান: সহীহ)

 

أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي حَائِطِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَصَاةً فَحَتَّهَا

 

৩. অর্থ: আবু হুরায়রা (রা.) ও আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত যে, রাসূল (সা.) মসজিদের দেয়ালে কফ দেখলেন। অতঃপর রাসূল (সা.) কিছু কাঁকর নিলেন এবং তা মুছে ফেললেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৪০০ হাদীসের মান: সহীহ)

 

عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ ‏

 

৪. অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং তাতে সুগন্ধি লাগাতে নির্দেশ দিয়েছেন। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ৪৫৫ সুনানে তিরমিযী হাদীস নং ৫৯৪ উভয় হাদীসের মান: সহীহ)

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ “‏ مَنْ أَخْرَجَ أَذًى مِنَ الْمَسْجِدِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏”‏

 

৫. অর্থ: আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা দূর করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন। (ইফা. সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৭৫৭ হাদীসের মান: যয়ীফ)

 

উপরোক্ত কুরআনের আয়াত এবং হাদীসগুলো থেকে জানতে পারলাম। মসজিদ যেন অপবিত্র বা দুর্গন্ধযুক্ত না হয় সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মসজিদকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আল্লাহ তা’আলার সরাসরি নির্দেশ এবং হাদীসে এ বিষয়ে অনেক ফজিলতও বর্ণিত হয়েছে। তাই কেউ মসজিদের পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝাতে চাইলে মনগড়া কিছু না বলে কুরআন হাদীসে বর্ণিত কথা বলাই উচিত। 

 

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب

উত্তর প্রদানে- নুর আহমদ।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার। 

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *