প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। ভুলে এক রাকাত নামায বেশি পড়ে ফেললে কী করতে হবে ? যেমন তিন রাকাত ফরয নামাযে ভুলে চার রাকাত পড়ে ফেললে অথবা চার রাকাত ফরয নামাযে ভুলে পাঁচ রাকাত পড়ে ফেললে করণীয় কী ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
যদি কেউ ফরয নামাযে ভুলে এক রাকাত বেশি পড়ার জন্য দাঁড়িয়ে যায় অর্থাৎ দুই রাকাত বিশিষ্ট নামায তিন রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট নামায চার রাকাত। কিংবা চার রাকাত বিশিষ্ট নামায পাঁচ রাকাত পড়ার জন্য ভুলে দাঁড়িয়ে যায়। অতঃপর অতিরিক্ত রাকাতের সিজদা করার আগেই যদি এই ভুলের কথা স্মরণ হয়। তাহলে সঙ্গে সঙ্গে বসে যাবে এবং সাহু সিজদা দিয়ে নামায শেষ করবে। আর যদি চার রাকাত বিশিষ্ট নামাযে ভুলে পঞ্চম রাকাতের সিজদা করার পর মনে হয়। তাহলে আরও এক রাকাত মিলিয়ে ছয় রাকাত পড়ে নিবে। যদি চতুর্থ রাকাতে শেষ বৈঠক করে থাকে তাহলে চার রাকাত ফরয হবে আর দুই রাকাত নফল হবে। কিন্তু শেষ বৈঠক না করে থাকলে পুরো ছয় রাকাতই নফল গণ্য হবে। তখন পুনরায় ফরয নামায পড়ে নিতে হবে।
وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
১.অর্থ: তোমরা নিজেদের আমল বিনষ্ট করো না। (সূরা মুহাম্মদ: আয়াত নং ৩৩)
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ لَهُ: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ
২.অর্থ: আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যোহরের নামায পাঁচ রাকাত আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলো, নামায কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, এ প্রশ্ন কেন? (প্রশ্নকারী) বললেন, আপনি তো পাঁচ রাকাত নামায আদায় করেছেন। তখন রাসূল (ﷺ) সালাম ফিরানোর পর সাহু সিজদা করলেন। (সহীহ বুখারী, হাদীস নং ১২২৬ সুনানে তিরমিযী, হাদীস নং ৩৯২ হাদীসের মান: সহীহ)
ব্যাখ্যা: প্রথম দিকে নামাযে কথা বলার বৈধতা ছিল তাই সবাই কথা বলেছেন। পরবর্তীতে নামাযে কথা বলা নিষিদ্ধ করা হয়। সুতরাং এখন কথা বললে নামায ভঙ্গ হয়ে যাবে। উক্ত হাদীস থেকে একথাও প্রমাণিত হয় যে, কেউ যদি পঞ্চম রাকাতে সাহু সিজদা করে নামায শেষ করে তাহলেও ফরয নামায আদায় হয়ে যাবে। কিন্তু এতে এক রাকাত বিনষ্ট হবে তাই উত্তম হলো আরেক রাকাত মিলিয়ে নামায শেষ করা।
عَنْ عَبْدِ اللَّهِ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ” إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَتَحَرَّ الَّذِي يَرَى أَنَّهُ الصَّوَابُ فَيُتِمَّهُ ثُمَّ – يَعْنِي – يَسْجُدُ سَجْدَتَيْنِ ”
৩.অর্থ: আব্দুল্লাহ (রা.) সূত্রে রসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কারো যদি নামাযে সন্দেহ সৃষ্টি হয় তাহলে সে যেন ভেবে দেখে। যা সে সঠিক মনে করে তা পূর্ণ করবে, তারপর দুটি (সাহু) সিজদা করে নেবে। (সুনানে নাসায়ী হাদীস নং ১২৪০ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ১২১২ হাদীসের মান: সহীহ)
উক্ত আলোচনার দ্বারা এ বিষয়টি স্পষ্ট হলো যে,
যদি কেউ ভুলে এক রাকাত বেশি পড়ার জন্য দাঁড়িয়ে যায়। এরপর সিজদা করার আগে স্মরণ হওয়া মাত্র বসে যায় তাহলে সাহু সিজদা করলে নামায হয়ে যাবে৷ আর যদি সিজদা করে ফেলে তাহলে আরও এক রাকাত বাড়িয়ে শেষ বৈঠকে সাহু সিজদা করে নামায শেষ করবে৷ এক্ষেত্রে অতিরিক্ত দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আমজাদ হুসাইন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply