প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্ন হলো বিতের নামাযে কোন কিরাত পড়া সুন্নত ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
অন্যান্য নামাযের ন্যায় বিতের নামায আদায়ের ক্ষেত্রেও সুন্নত কিরাত রয়েছে। রসূলুল্লাহ (ﷺ) যখন বিতের নামায আদায় করতেন তখন প্রথম রাকাতে সূরা আ’লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। সুতরাং বিতের নামাযে এই সূরাগুলো পড়া যে সুন্নত তা বলাই বাহুল্য। তবে এই সকল কিরাত মাসনূন হলেও সুন্নতে মুয়াক্কাদা নয় তথা আবশ্যকীয় সুন্নত নয়। তাই মাঝে মধ্যে ইমাম সাহেব মুসল্লীদের সার্বিক অবস্থা বিবেচনা করে ভিন্ন কিরাত দিয়েও নামায পড়াতে পারবেন।
فَاقۡرَءُوۡا مَا تَیَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِ ؕ
১.অর্থ: অতএব কুরআনের যতটুকু (পড়া তোমাদের জন্য) সহজ হয় ততটুকুই পড়ো। (সূরা মুযযাম্মিল: আয়াত নং ২০)
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوتِرُ بِثَلاَثٍ يَقْرَأُ فِي الأُولَى بِـ (سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى) وَفِي الثَّانِيَةِ بِـ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) وَفِي الثَّالِثَةِ بِـ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ)
২.অর্থ: ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিন রাকআত বিতেরের নামায আদায় করতেন। প্রথম রাকাতে “সাব্বিহিসমা রব্বিকাল আ‘লা” দ্বিতীয় রাকাতে “কুল ইয়া আইয়ুহাল কাফিরুন” তৃতীয় রাকাতে “কুল হুওয়াল্লহু আহাদ” পাঠ করতেন। (সুনানে নাসাঈ হাদীস নং ১৭০২ সুনানে আবু দাউদ হাদীস নং ১৪২৩ হাদীসের মান: সহীহ )
উপরোক্ত দলিলের ভিত্তিতে প্রমাণিত হলো যে, উল্লেখিত সূরা তিনটি বিতের নামাযের সুন্নত কিরাত। তাই এর উপর আমল করা উচিত। তবে ইমাম সাহেব চাইলে মাঝে মধ্যে মুসল্লীদের সুবিধার জন্য অন্য কিরাত দিয়েও নামায আদায় করতে পারবেন।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মুহাম্মাদ আব্দুল্লাহ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply