পুরুষেরা খালি গায়ে নামায পড়তে পারবে কি ?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম! কাপড় থাকা সত্ত্বেও পুরুষেরা খালি গায়ে নামায পড়তে পারবে কি ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

পুরুষের সতর হলো নাভির নিচ থেকে নিয়ে উভয় হাঁটু পর্যন্ত। অতএব কোন পুরুষ যদি সতর ঢেকে বাকি অংশ খোলা রেখে নামায আদায় করে তবুও তার নামায হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণ শরীর ঢেকে নামায আদায় করা উত্তম। যদি কারো কাছে কাপড় থাকা সত্ত্বেও সতর ঢেকে খালি গায়ে নামায পড়ে। তাহলে তার নামায আদায় হয়ে যাবে কিন্তু নামায মাকরূহ হবে। তাই জামা কাপড় থাকা অবস্থায় এভাবে নামায আদায় করা উচিত নয়।

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ.

১.অর্থ: হে আদম সন্তান-সন্ততিগণ! প্রত্যেক নামাযের সময় তোমরা সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করো। (সূরা আ’রাফ আয়াত নং ৩১)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ مِنْهُ شَىْءٌ ”

২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ তার কাঁধের উপর একাংশ থাকে না এইভাবে এক কাপড় পরিধান করে নামায আদায় করবে না। (সহীহ মুসলিম, হাদীস নং ৫১৬ হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ»

৩.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রসূলুল্লাহ (ﷺ)-কে এক কাপড়ে নামায আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। রসূলুল্লাহ (ﷺ) উত্তরে বললেনঃ তোমাদের প্রত্যেকের কি দু’টি করে কাপড় আছে? (সহীহ বুখারী, হাদীস নং ৩৫৮ হাদীসের মান: সহীহ)

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فَإِنَّ مَا أَسْفَلَ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتَيْهِ مِنْ عَوْرَتِهِ

৪.অর্থ: আমর ইবনে শুয়াইব (রহ.) তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুরুষের নাভির নিচ থেকে তার উভয় হাঁটু পর্যন্ত হলো সতর। (মুসনাদে আহমাদ, হাদীস নং ৬৪৬৭ সুনানে তিরমিযী, হাদীস নং ২৭৯৮ হাদীসের মান: সহীহ)

মোটকথা কাপড় থাকা সত্ত্বেও পুরুষেরা খালি গায়ে নামায পড়লে নামায মাকরূহের সাথে আদায় হয়ে যাবে। তবে জামা কাপড় থাকতে খালি গায়ে নামায পড়া অনুচিত। অবশ্য কারো যদি কাপড় না থাকে তাহলে ঐ অবস্থায় খালি গায়ে নামায পড়তে পারবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে- দেলোয়ার হোসাইন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *