(১) পবিত্র কুরআনে মহান আল্লাহ তা’আলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। (সূরা বাকারা আয়াত নং ২২২)
(২) ইবনে উমর (রা.) বলেন, আমি রসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, পবিত্রতা ব্যতীত নামায কবুল হয় না এবং অবৈধভাবে অর্জিত মালের দান-খয়রাত কবুল হয় না। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ৪২৮ সুনানে নাসাঈ হাদীস নং ১৩৯ হাদীসের মান: সহীহ)
(৩) আলী (রা.) থেকে বর্ণিত: নবী (সা.) বলেছেন, পবিত্রতা নামাযের চাবি; তাকবীর তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হারামকারী এবং সালাম তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হালালকারী। (ইফা. সুনানে তিরমিযী হাদীস নং ৩ সুনানে আবু দাউদ হাদীস নং ৬১ হাদীসের মান: হাসান)
(৪) আবু মালেক আল আশআরী (রা.) বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ৪২৭ মিশকাতুল মাসাবীহ হাদীস নং ২৮১ হাদীসের মান: সহীহ)
Leave a Reply