প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! তিন বা চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেলে নামায হবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
কেউ যদি তিন বা চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায় তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। তবে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কোমর সোজা হওয়ার আগেই বসে যায়, তাহলে সাহু সিজদা করতে হবে না। আর যদি কোমর সোজা হয়ে যায় তাহলে আর বসবে না। বরং তৃতীয় বা চতুর্থ রাকাত পড়ে সাহু সিজদা করবে। তবে সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পর যদি কেউ ফিরে এসে তাশাহুদ পড়ে তাহলে গোনাহগার হবে। তবে সাহু সিজদা করলে নামায হয়ে যাবে।
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ الرَّكْعَتَيْنِ فَلَمْ يَسْتَتِمَّ قَائِمًا فَلْيَجْلِسْ فَإِذَا اسْتَتَمَّ قَائِمًا فَلاَ يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَىِ السَّهْوِ
১.অর্থ: মুগীরা ইবন শুবা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন দ্বিতীয় রাকাতের পরে দাঁড়িয়ে যায়, কিন্তু পূর্ণরূপে দাঁড়ায় না, তবে সে যেন বসে যায়। আর যদি পূর্ণরূপে দাঁড়িয়ে যায়, তাহলে সে বসবে না এবং দুটি সাহু সিজদা আদায় করে নেবে। (সুনানে ইবনে মাজাহ হাদীস নং ১২০৮ সুনানে আবু দাউদ হাদীস নং ১০৩৬ হাদীসের মান: সহীহ)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ».
২.অর্থ: আব্দুল্লাহ ইবনে মালিক (রা.) যিনি ইবনে বুহাইনা, তাঁর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে যোহরের নামায আদায় করলেন। দুই রাকাত পড়ার পর তিনি (ভুলক্রমে) দাঁড়িয়ে গেলেন অথচ তাঁর বসা জরুরী ছিল। তারপর নামাযের শেষভাগে বসে তিনি দুটি সিজদা করলেন। (সহীহ বুখারী হাদীস নং ৮৩০ হাদীসের মান: সহীহ)
মোদ্দাকথা উপরোক্ত হাদীসগুলো থেকে বুঝতে পারলাম যে,যদি কেউ ভুলে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়। তাহলে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটি সিজদা করবে। তারপর তাশাহুদ,দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে নামায শেষ করবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে যায় তাহলে সেই নামায নষ্ট হয়ে যাবে। সিজদায়ে সাহু দিলেও নামায আদায় হবে না। বরং পুনরায় আবার নামায আদায় করতে হবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মো. মোশাররফ হোসাইন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply