নামাযের কাতার ডান দিক থেকে পূরণ করতে হবে নাকি ইমামের পিছন দিক থেকে ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম! নামাযের কাতার ডান দিক থেকে পূরণ করতে হবে নাকি ইমামের পিছন থেকে পূরণ করতে হবে ? দলিলসহ উত্তরটি জানতে চাই।

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

মুক্তাদী যদি এক জন হয় তাহলে ঐ মুক্তাদী ইমামের ডান দিকে দাড়াবে। আর যদি একাধিক হয় তাহলে ইমামের পিছন দিক থেকে কাতার পূর্ণ করতে হবে। অর্থাৎ প্রথমে ইমামের পিছন দিকে বরাবর একজন দাঁড়াবে এরপর ঐ মুক্তাদীর ডানে একজন তার বামে একজন করে কাতার পূর্ণ করতে থাকবে। আর সবার আগে প্রথম কাতার পূর্ণ করতে হবে। তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এভাবে পূর্ণ করবে।

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ

১.অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার খালার [মায়মুনা (রা.)] এর কাছে রাত যাপন করলাম। নবী (ﷺ) রাতের নামাযে দাঁড়ালেন। আমিও তাঁর সঙ্গে নামায আদায় করতে দাঁড়ালাম। আমি তাঁর বামপাশে দাঁড়িয়ে ছিলাম, তিনি আমার মাথা ধরে তাঁর ডানপাশে দাঁড় করালেন। (সহীহ বুখারী হাদীস নং ৬৯৯ হাদীসের মান: সহীহ)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا

২.অর্থ: আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, একবার আমাদের ঘরে আমি ও একটি এতিম ছেলে নবী (ﷺ) এর পিছনে দাঁড়িয়ে নামায আদায় করলাম। আর আমার মা উম্মে সুলাইম (রা.) আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন। (সহীহ বুখারী হাদীস নং ৭২৭ সহীহ মুসলিম হাদীস নং ১৩৭৪ হাদীসের মান: সহীহ)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ ثُمَّ الَّذِي يَلِيهِ فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ

৩.অর্থ:আনাস (রা.) থেকে বর্ণিত: রসূলুল্লাহ (ﷺ) বলেছেন,তোমরা সবার আগে প্রথম কাতার পূরণ করো, এরপর পরবর্তী কাতার পূরণ করবে। যদি কোন কাতার খালি থাকে তাহলে সেটা হবে একেবারে শেষের কাতার। (সুনানে আবু দাউদ হাদীস নং ৬৭১ সুনানে নাসাঈ হাদীস নং ৮১৯ হাদীসের মান: সহীহ)

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، فِي الصُّفُوفِ الْمُقَدَّمَةِ فَحَدَّثَنَا عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرْفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ جَلَّ وَعَزَّ ” قُلْنَا وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ قَالَ يُتِمُّونَ الصُّفُوفَ الْمُقَدَّمَةَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ

৪.অর্থ: জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ‌ (সা.) বলেছেন, তোমরা কি কাতারবদ্ধ হবে না যেরূপ ফেরেশতাগণ তাদের প্রভুর সামনে কাতারবদ্ধ হয়ে থাকে! আমরা বললাম ফেরেশতাগণ তাদের প্রভুর সামনে কিভাবে কাতারবদ্ধ হয়ে থাকে ? তিনি বললেন, তারা সবার আগে প্রথম কাতার পূরণ করে, তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এবং তারা কাতারে মিলে দাঁড়ায়। (সুনানে আবু দাউদ হাদীস নং ৬৬১ সহীহ মুসলিম হাদীস নং ৮৫২ হাদীসের মান: সহীহ)

মোটকথা ইমামের সাথে একজন মুসল্লী হলে ইমামের ডান পাশে দাঁড়াবে। আর যদি দুই বা ততোধিক মুসল্লী হয় তাহলে ইমামের পিছন দিকে বরাবর একজন দাঁড়াবে। এরপর ঐ মুসল্লীর ডানে একজন তার বামে একজন করে কাতার পূরণ করতে থাকবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- আব্দুর রহমান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *