প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! অনেকেই বলে দুপুরে খাওয়ার পর কায়লুলা করা সুন্নত, আসলেই এটা সুন্নত কিনা এ বিষয়ে দলিলসহ জানতে চাই ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শোয়াকে কায়লুলা বলা হয়। রসূলুল্লাহ (ﷺ) এবং সাহাবায়ে কেরাম এই সুন্নতের উপর আমল করতেন। কায়লুলার জন্য শুধু শোয়াই যথেষ্ট ঘুমানো জরুরী নয়। সময় সুযোগ থাকলে দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শোয়া উত্তম। কারণ এর মাধ্যমে মস্তিষ্ক সতেজ হয় এবং মানসিক চাপ কমে।
وَمِنۡ اٰیٰتِہٖ مَنَامُکُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ وَابۡتِغَآؤُکُمۡ مِّنۡ فَضۡلِہٖ
১.অর্থ: আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে আছে রাত ও দিনে তোমাদের ঘুম এবং তোমাদের কর্তৃক তাঁর অনুগ্রহ সন্ধান। (সূরা রুম: আয়াত নং ২৩)
، عَنْ أُمِّ سُلَيْمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْتِيهَا فَيَقِيلُ عِنْدَهَا فَتَبْسُطُ لَهُ نَطْعًا فَيَقِيلُ عَلَيْهِ وَكَانَ كَثِيرَ الْعَرَقِ فَكَانَتْ تَجْمَعُ عَرَقَهُ فَتَجْعَلُهُ فِي الطِّيبِ وَالْقَوَارِيرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا ” . قَالَتْ عَرَقُكَ أَدُوفُ بِهِ طِيبِي .
২.অর্থ: উম্মে সুলায়ম (রা.) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তার কাছে আসতেন এবং দিবা-বিশ্রাম নিতেন। উম্মে সুলায়ম তার জন্য একটা চামড়া বিছিয়ে দিলে তিনি তার উপর ‘কায়লুলা’ মধ্যাহ্ন বিশ্রাম করতেন। তিনি খুব ঘামতেন আর উম্মে সুলায়ম তার ঘাম জমা করতেন এবং সুগন্ধির মধ্যেও শিশিতে তা রাখতেন। নবী (ﷺ) বলেনঃ হে উম্মে সুলায়ম! এ কী করছ? তিনি বললেন, আপনার ঘাম, আমি তা আমার সুগন্ধির সাথে মিশিয়ে রাখি। (সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৪৯ হাদীসের মান: সহীহ)
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كُنَّا نَقِيلُ وَنَتَغَدَّى بَعْدَ الجُمُعَةِ»
৩.অর্থ: সাহল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুমআর নামাযের পরেই কায়লুলা করতাম এবং দুপুরের খাবার খেতাম। (সহীহ বুখারী, হাদীস নং ৬২৭৯ সহীহ মুসলিম হাদীস নং ৮৫৯ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর লিখনে- জহিরুল ইসলাম।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply