ডোনেশন করুন

আসসালামু আলাইকুম! প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আপনারা জানেন মানহাল বিডিতে নিয়মিত কুরআন সুন্নাহ ও ফিকহের আলোকে বিভিন্ন মাসআলার জবাব ও প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে। এ কার্যক্রমকে সচল রাখতে স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট। অথচ আমাদের এই উদ্যোগে এর শূন্যতা ভীষণ। আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা। আশাকরি আপনাদের সামর্থ্য থাকলে এই প্রজেক্টে স্পন্সর অথবা ডোনেট করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ। 01867172206 বিকাশ, নগদ, রকেট পার্সোনাল। পরিশেষে আল্লাহ তা’আলার কাছে দুআ করি তিনি যেন আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমাদের এই ক্ষুদ্র কাজকে পরকালে নাজাতের উসীলা হিসাবে কবুল করেন। এর সাথে সম্পৃক্ত আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন। আমীন।

বিকাশ, নগদ, রকেট পার্সোনাল

01867172206