টুপি ছাড়া খালি মাথায় নামায পড়া যাবে কি?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম! টুপি ছাড়া খালি মাথায় নামায পড়া যাবে কি ? কেউ যদি টুপি ছাড়া নামায পড়ে তাহলে ঐ নামাযের বিধান কী ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

পুরুষের জন্য টুপি পরে অথবা মাথা ঢেকে নামায আদায় করা সুন্নত। কেউ যদি ইচ্ছাকৃতভাবে অথবা অলসতা করে খালি মাথায় নামায পড়ে তাহলে তার নামায মাকরূহ হবে। কিন্তু ওযরের কারণে খালি মাথায় নামায পড়লে নামায মাকরূহ হবে না। তবে কেউ যদি সর্বদা খালি মাথায় নামায পড়া অভ্যাসে পরিণত করে। তাহলে তার নামায হয়ে যাবে কিন্তু এমনটি করা নিন্দনীয় হবে। তাই টুপি অথবা রুমাল থাকা অবস্থায় খালি মাথায় নামায পড়া উচিত নয়।

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ

১.অর্থ: হে আদম সন্তান-সন্ততিগণ! প্রত্যেক নামাযের সময় তোমরা সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করো। (সূরা আ’রাফ আয়াত নং ৩১)

عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ قَدِمْتُ الرَّقَّةَ فَقَالَ لِي بَعْضُ أَصْحَابِي هَلْ لَكَ فِي رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قُلْتُ غَنِيمَةٌ فَدَفَعْنَا إِلَى وَابِصَةَ قُلْتُ لِصَاحِبِي نَبْدَأُ فَنَنْظُرُ إِلَى دَلِّهِ فَإِذَا عَلَيْهِ قَلَنْسُوَةٌ لاَطِئَةٌ ذَاتُ أُذُنَيْنِ وَبُرْنُسُ خَزٍّ أَغْبَرُ وَإِذَا هُوَ مُعْتَمِدٌ عَلَى عَصًا فِي صَلاَتِهِ

২.অর্থ: হেলাল ইবনে ইয়াসাফ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি যখন শাম (সিরিয়া) দেশের রাক্কা নামক শহরে যাই, তখন আমার কোন একজন সাথী আমাকে জিজ্ঞাসা করেন, নবী করীম (ﷺ) এর কোন সাহাবীর সাথে সাক্ষাতের আগ্রহ আছে কি? আমি বলি, এটা তো আমার জন্য গনিমত স্বরূপ। তখন তিনি আমাকে ওয়াবিসা (রা.) এর খেদমতে নিয়ে যান। আমি আমার সঙ্গীকে বলি, আমরা প্রথমে বেশভূষার প্রতি নজর করব। আমরা তাঁকে মস্তকের সাথে মিলিত একটি টুপি পরিহিত অবস্থায় দেখতে পাই, যার দুই দিক কানের মত উঁচু ছিল এবং রেশম
ও পশম দ্বারা তৈরী ছিল। তিনি (বয়োবৃদ্ধির কারণে) লাঠিতে ভর দিয়ে নামায আদায় করছিলেন। (সুনানে আবু দাউদ হাদীস নং ৯৪৮ হাদীসের মান: সহীহ)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يُكْثِرُ الْقِنَاعَ

৩.অর্থ: আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) প্রায় সবসময় মাথা ঢেকে রাখতেন। (শামায়েলে তিরমিযী হাদীস নং ১২৬ হাদীসের মান: সহীহ)

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ رَأَيْتُ شَرِيكًا صَلَّى بِنَا فِي جَنَازَةٍ الْعَصْرَ فَوَضَعَ قَلَنْسُوَتَهُ بَيْنَ يَدَيْهِ – يَعْنِي – فِي فَرِيضَةٍ حَضَرَتْ

৪.অর্থ: সুফিয়ান ইবনে উয়াইনা (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শারীক (রহ.)-কে দেখেছি, তিনি এক জানাযায় হাযির হয়ে আমাদের সাথে আসরের নামায পড়েন তিনি (সুতরা স্বরূপ) নিজের টুপি সামনে রাখেন। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৬৯১ হাদীসের মান: সহীহ)

উক্ত হাদীসগুলোর আলোকে আমরা জানতে পারলাম নামাযে টুপি মাথায় দেওয়া সুন্নত। যদি কোন বিশেষ পরিস্থিতিতে টুপির ব্যবস্থা না করা যায়। তাহলে টুপি ছাড়াও নামায আদায় হয়ে যাবে। তবে টুপি থাকা অবস্থায় অবহেলা করে খালি মাথায় নামায পড়লে নামায মাকরুহ হবে।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মোহাম্মদ রুহুল আমিন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *