প্রশ্নঃ
শাইখের কাছে জানতে চাই,জুমার দ্বিতীয় আযান কোথায় দাঁড়িয়ে দেওয়া সুন্নত ? ইমামের সামনে নাকি মসজিদের দরজায় ?
উত্তরঃ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
জুমার দ্বিতীয় আযান তথা খুতবার আগে যে আযান দেওয়া হয়। তা খতীব সাহেব মিম্বরের উপর বসার পর তার সামনে দাঁড়িয়ে দেওয়া সুন্নত। এই ক্ষেত্রে মিম্বরের নিকট অথবা দূরে হলেও সুন্নত আদায় হয়ে যাবে। এমনকি মিম্বরের পাশে, মসজিদের বারান্দায় কিংবা মসজিদের যে কোন স্থানে দেয়াও জায়েয আছে। তাই এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।
عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كَانَ يُؤَذَّنُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَلَسَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ عَلَى بَابِ الْمَسْجِدِ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ
অর্থ: আস-সাইব ইবনে ইয়াযীদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) জুমার দিনে যখন মিম্বরের উপর বসতেন, তখন তার সামনে মসজিদের দরজায় দাঁড়িয়ে আযান দেয়া হতো। আবু বকর (রা.) ও উমর (রা.)-এর সময়েও এই নিয়ম চালু ছিল। (সুনানে আবু দাউদ, হাদীস নং ১০৮৮)
তাহকীক: শুয়াইব আরনাউত (রহ.) এর সনদকে হাসান বলেছেন। ইমাম আবু দাউদ (রহ.) হাদীসটি বর্ণনা করে চুপ ছিলেন। আর চুপ থাকলে সেটি তার কাছে সহীহ। আব্দুল হক ইশবীলী (রহ.) ভূমিকায় ইঙ্গিত করেছেন যে এর সনদ সহীহ। (তাখরীজু সুনানে আবু দাউদ হাদীস নং ১০৮৮ আহকামুস সুগরা ৩১৬)
সারকথা হলো জুমার দ্বিতীয় আযান মসজিদের ভেতর,বাহিরে বা দরজায় দাঁড়িয়ে দিলেও আদায় হয়ে যাবে। সুতরাং এ নিয়ে বাড়াবাড়ি করা কাম্য নয়। তবে ইমামের বরাবর সামনে দাঁড়িয়ে দেওয়াই উত্তম হবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- ইসমাইল বিন উসমান গনি।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply