প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! জুম’আর নামাযে কোন কিরাত পড়া সুন্নত ? দ্রুত উত্তর দেওয়ার অনুরোধ রইল।
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
জুম’আর নামাযে সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা আ’লা এবং দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া অথবা প্রথম রাকাতে সূরা জুম’আ এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন তিলাওয়াত করা সুন্নত। তবে স্থান, কাল ও পাত্র ভেদে অন্যান্য সূরা দিয়েও নামায আদায় করা যেতে পারে।
فَاقۡرَءُوۡا مَا تَیَسَّرَ مِنَ الۡقُرۡاٰنِ ؕ
১.অর্থ: অতএব কুরআনের যতটুকু (পড়া তোমাদের জন্য) সহজ হয় ততটুকুই পড়ো। (সূরা মুযযাম্মিল: আয়াত নং ২০)
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى) وَ ( هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ) قَالَ وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فِي يَوْمٍ وَاحِدٍ يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلاَتَيْنِ
২.অর্থ: নুমান ইবনে বাশীর (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন,রসূলুল্লাহ (সা.) দুই ঈদের নামাযে ও জুম’আর নামাযে (প্রথম রাকাতে) সাব্বিহিসমা রব্বিকাল আ’লা এবং (দ্বিতীয় রাকাতে) হাল আতাকা হাদীসুল গশিয়াহ্ পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুম’আ একদিনে হলে তখনও তিনি ঐ দুইটি সূরা দুই নামাযেই পড়তেন। (সহীহ মুসলিম হাদীস নং ৮৭৮ সুনানে আবু দাউদ হাদীস নং ১১২২ হাদীসের মান: সহীহ)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ ( الم تَنْزِيلُ) السَّجْدَةُ وَ ( هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ) وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ سُورَةَ الْجُمُعَةِ وَالْمُنَافِقِينَ
৩.অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: নবী (ﷺ) জুম’আর দিন ফজরের প্রথম রাকাতে আলিফ লাম মীম তানযীল (সূরা সাজদা) ও দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুমমিনাদ দাহরি (সূরা দাহ্র) পাঠ করতেন। আর জুম’আর নামাযে (প্রথম রাকাতে) সূরা জুম’আ এবং (দ্বিতীয় রাকাতে) সূরা মুনাফিকুন পাঠ করতেন। (সহীহ মুসলিম হাদীস নং ৮৭৯ সুনানে আবু দাউদ হাদীস নং ১১২৪ হাদীসের মান: সহীহ )
উপরোক্ত হাদীসগুলো দ্বারা বুঝা গেল যে, রাসূল (ﷺ) সূরা আলা ও সূরা গশিয়া অথবা সুরা জুম’আ
ও সূরা মুনাফিকুন দ্বারা জুমা’আর নামায আদায় করেছেন। সুতরাং এই সূরাগুলো দিয়ে জুম’আর নামায আদায় করা সুন্নত। অবশ্য জামাতের মধ্যে কোন অসুস্থ, বৃদ্ধ ও দুর্বল লোক থাকলে অন্যান্য সূরা দিয়েও নামায আদায় করা যায়।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- তাজুল ইসলাম ফয়েজ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply