প্রশ্নঃ আসসালামু আলাইকুম! জামার আস্তিন বা হাতা গুটিয়ে নামায পড়া যাবে কি?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
জামার আস্তিন বা হাতা গুটিয়ে নামায পড়লে নামায হয়ে যাবে কিন্তু নামায মাকরূহ হবে। তবে জামা হাফ হাতা হলে মাকরূহ হবে না বরং অনুত্তম হবে। কেউ যদি জামার হাতা গুটিয়ে অযু করে এরপর ভুলে সে অবস্থায়ই নামাযে দাঁড়িয়ে যায়। অতঃপর স্মরণ হওয়া মাত্রই জামার হাতা খুলে নেয় তাহলে নামায মাকরূহ হবে না। কিন্তু হাতা খুলতে গিয়ে যদি আমলে কাসীর করে ফেলে তাহলে নামায নষ্ট হয়ে যাবে।
عَنِ ابْنِ عَبَّاسٍ، أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعٍ وَنُهِيَ أَنْ يَكْفِتَ الشَّعْرَ وَالثِّيَابَ ”
অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কে সাত (অঙ্গ)-এর উপর সিজদা করতে আদেশ করা হয়েছে এবং চুল ও কাপড় গুটাতে নিষেধ করা হয়েছে। (সহীহ বুখারী, হাদীস নং ৮১৬ সহীহ মুসলিম, হাদীস নং ৪৯০ হাদীসের মান: সহীহ)
উক্ত আলোচনা দ্বারা জানতে পারলাম যে, জামার হাতা গুটিয়ে নামায পড়া যাবে তবে মাকরূহ হবে। তাই হাতা গুটিয়ে নামায পড়া উচিত নয় কেউ যদি হাতা গুটিয়ে নামায পড়ে তাহলে তার নামায মাকরূহের সাথে আদায় হয়ে যাবে।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর লিখনে- হিজবুল্লাহ জাহাঙ্গীর।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply