প্রশ্নঃ
আসসালামু আলাইকুম!জনাব, আশা করি ভালো আছেন, আমি জামাতে নামায আদায় করার সময় সুতরা রাখা সম্পর্কে জানতে চাই। জামাতে নামায পড়ার সময় সুতরা কি শুধু ইমামের সামনে রাখতে হবে নাকি মুক্তাদীদের সামনেও রাখতে হবে ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
জামাতে নামায পড়ার সময় শুধু মাত্র ইমামের সামনে সুতরা দিলেই যথেষ্ট হবে। প্রত্যেক মুক্তাদীর সামনে পৃথক পৃথক সুতরা দেয়ার কোন প্রয়োজন নেই। কারণ ইমামের সুতরাই সকল মুক্তাদীর সুতরা হিসেবে গণ্য হবে।
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ
১.অর্থ: ইবনে উমর (রা.) থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সা.) ঈদের দিন যখন বের হতেন তখন তার সামনে ছোট নেযা (বল্লম) পুঁতে রাখতে নির্দেশ দিতেন। সেদিকে মুখ করে তিনি নামায আদায় করতেন।
আর লোকজন তার পেছনে (বিনা সুতরায়) নামাযে দাঁড়াত। তিনি সফরে থাকাকালীন সময়েও এমন করতেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৪৭০ সহীহ মুসলিম হাদীস নং ৯৯৮ হাদীসের মান: সহীহ)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَىَّ أَحَدٌ.
২.অর্থ: আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি একটা মাদী গাধার উপর সওয়ার হয়ে এলাম, তখন আমি ছিলাম সাবালক হবার নিকটবর্তী। আল্লাহর রসূল (সা.) সামনে দেয়াল ব্যতীত অন্য কিছুকে সুতরা বানিয়ে মিনায় লোকদের নিয়ে নামায আদায় করছিলেন। কাতারের কিছু অংশ অতিক্রম করে আমি সওয়ারী হতে অবতরণ করলাম। গাধীটিকে চরাতে দিয়ে আমি কাতারে শামিল হয়ে গেলাম। আমাকে কেউই এ কাজে বাঁধা দেয়নি। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৪৬৯ হাদীসের মান: সহীহ)
এই হাদীস থেকে আমরা বুঝতে পারলাম জামাত শুরু হবার পর থেকে ইমাম ও মুক্তাদীদের সামনে দিয়ে প্রয়োজনে চলাচল করা যাবে। যদি ইমামের সামনে সুতরা থাকে। তবে বিনা সুতরায় নামায পড়লে কেউ সামনে দিয়ে গেলে নামায নষ্ট হবে না। কিন্তু নামাযীর সামনে দিয়ে যাওয়া মারাত্মক গোনাহের কাজ তাই সুতরা না রেখে নামায পড়া উচিত নয়।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মোহাম্মদ সাইফুল ইসলাম।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply