প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! আমার প্রশ্ন হলো ছেলে মেয়েরা বালেগ হলে তা বুঝার জন্য কোনো নিদর্শন আছে কী ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
ছেলে মেয়েদের বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন কয়েকভাবে প্রকাশিত হতে পারে। যেমন: ছেলেদের স্বপ্নদোষ হওয়া কিংবা দাড়ি বা গোফ উঠা। আর মেয়েদের স্বপ্নদোষ হওয়া, হায়েজ বা ঋতুস্রাব আসা, গর্ভধারণ করা, স্তন বড় হওয়া ইত্যাদি। তবে বালেগ হবার উল্লেখিত নিদর্শনগুলো যদি কোন ছেলে বা মেয়ের মাঝে প্রকাশিত না হয়। সেক্ষেত্রে ঐ ছেলে বা মেয়ের বয়স পনের বছর হলেই তারা বালেগ হয়েছে বলে গণ্য করা হবে। তখন থেকে তাদের উপর ইসলামী শরীয়তের বিধি-বিধান অর্পিত হবে।
وَاِذَا بَلَغَ الۡاَطۡفَالُ مِنۡکُمُ الۡحُلُمَ
১.অর্থ: আর তোমাদের সন্তান-সন্ততিরা যখন প্রাপ্ত বয়স্ক হয়। (সূরা নূর: আয়াত নং ৫৯)
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَرَضَهُ يَوْمَ أُحُدٍ وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْهُ، وَعَرَضَهُ يَوْمَ الخَنْدَقِ، وَهُوَ ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَهُ»
২.অর্থ: ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন তিনি (ইবনে উমর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য) নিজেকে পেশ করার পর নবী কারীম (ﷺ) তাকে অনুমতি দেননি। তখন তাঁর বয়স ছিল চৌদ্দ বছর। তবে খন্দকের যুদ্ধের দিন তিনি (যুদ্ধে অংশগ্রহণ করার জন্য) নিজেকে পেশ করলে নবী কারীম (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। তখন তাঁর বয়স পনের বছর। (সহীহ বুখারী, হাদীস নং ৪০৯৭ সুনানে আবু দাউদ, হাদীস নং ২৯৫৭ হাদীসের মান: সহীহ)
حَدَّثَنِي عَطِيَّةُ الْقُرَظِيُّ، قَالَ كُنْتُ مِنْ سَبْىِ بَنِي قُرَيْظَةَ فَكَانُوا يَنْظُرُونَ فَمَنْ أَنْبَتَ الشَّعْرَ قُتِلَ وَمَنْ لَمْ يُنْبِتْ لَمْ يُقْتَلْ فَكُنْتُ فِيمَنْ لَمْ يُنْبِتْ
৩.অর্থ: আতিয়া কুরাযী (রা.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি কুরায়যা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম, (যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল) সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভীর নীচে পশম উঠেছিল, তাদের হত্যা করা হচ্ছিল। আর আমি তাদের দলভুক্ত ছিলাম, যাদের তখনো নাভীর নীচে পশম উঠেনি। ফলে আমাকে হত্যা করা হয়নি। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৪০৪ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ২৫৪১ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর লিখনে-রুহুল আমীন নিররব।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply