প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ! প্রিয় মুফতী সাহেব আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। কোন কোন সময় গোসল করা সুন্নত? দলিলসহ জানালে খুশি হবো।
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
ইসলামী শরীয়ত অনুসারে গোসলের বিধান সব সময় এক নয়। কখনো ফরয, কখনো সুন্নত আর কখনো মুস্তাহাব। আপনি জানতে চেয়েছেন কোন কোন সময় গোসল করা সুন্নত। তাই নিম্নে দলিলসহ সুন্নত গোসলের বিবরণ তুলে ধরা হলো।
১. জুম’আর নামাযের পূর্বে গোসল করা।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ”.
অর্থ: আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুম’আর নামাযে আসলে (তার আগে) সে যেন গোসল করে। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৮৩৩ সহীহ মুসলিম হাদীস নং ১৮২৪ হাদীসের মান: সহীহ)
২. দুই ঈদের নামাযের পূর্বে গোসল করা।
عَنْ زَاذَانَ، قَالَ: سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الْغُسْلِ فَقَالَ: اغْتَسِلْ إِذَا شِئْتَ. فَقُلْتُ: إِنَّمَا أَسْأَلُكَ عَنِ الْغُسْلِ الَّذِي هُوَ الْغُسْلُ قَالَ: يَوْمُ الْجُمُعَةِ , وَيَوْمُ عَرَفَةَ , وَيَوْمُ الْفِطْرِ , وَيَوْمُ الْأَضْحَى
অর্থ: জাযান (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন একবার আমি আলী (রা.) কে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, যখন ইচ্ছা হয় গোসল করো। আমি বললাম, আমি তো আপনাকে সেই গোসল সম্পর্কে জিজ্ঞাসা করছি, যে গোসল (সওয়াবের কারণ)। তিনি বললেন, জুমু’আর দিন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন ও ঈদুল আযহার দিন। (তহাবী শরীফ, হাদীস নং ৭২৪ মুয়াত্তা ইমাম মালেক হাদীস নং ৪১৫ হাদীসের মান: সহীহ)
৩. হজ অথবা উমরার ইহরাম বাঁধার পূর্বে গোসল করা।
عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ نُفِسَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ بِمُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ بِالشَّجَرَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا بَكْرٍ يَأْمُرُهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلَّ
অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আসমা বিনতে উমাইস (রা.) আশ-শাজার নামক স্থানে আবু বকর (রা.) এর পুত্র মুহাম্মদকে প্রসব করলেন। রসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রা.) এর মাধ্যমে তাকে গোসল করে ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ২৭৭৯ সুনানে তিরমিযী হাদীস নং ৮৩২ হাদীসের মান: সহীহ)
৪. হাজীদের আরাফার দিন গোসল করা।
عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ وَلِدُخُولِهِ مَكَّةَ وَلِوُقُوفِهِ عَشِيَّةَ عَرَفَةَ
অর্থ: নাফে (রহ.) থেকে বর্ণিত আছে যে, আবদুল্লাহ ইবনে উমর (রা.) ইহরাম বাঁধার উদ্দেশ্যে গোসল করতেন। মক্কায় প্রবেশের পূর্বে এবং যিলহজ্জ মাসের নবম তারিখে আরাফাতে অবস্থানের জন্যও তিনি গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালেক হাদীস নং ৬৯৮ তহাবী শরীফ, হাদীস নং ৭২৪ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মো. নিজাম উদ্দিন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply