কোন কোন সময় গোসল করা মুস্তাহাব ? 

 

 

 প্রশ্নঃ

 

আসসালামু আলাইকুম আমাদের সমাজে প্রচলিত আছে শবে বরাতে শবে কদরে আরো অনেক সময় গোসল করা মুস্তাহাব এবং সওয়াবের কাজ। এখন আমার প্রশ্ন হলো হাদীস অনুযায়ী কোন কোন সময় গোসল করা মুস্তাহাব ? দলিলসহ জানতে চাই।

 

উত্তরঃ

 

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

 

ইসলামী বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে, আমাদের অনেকেই সমাজে প্রচলিত অনেক ভুল আমলকে সঠিক মনে করে হর হামেশা করে যাচ্ছে। অথচ কুরআন ও সহীহ হাদীসের সাথে এগুলোর নূন্যতম সম্পর্ক নেই। যেমন শবে বরাত, শবে কদরে গোসল করা মুস্তাহাব এবং সওয়াবের কাজ মনে করা হয়। অথচ নির্ভরযোগ্য কোন কিতাবে এর কোন প্রমাণ নেই। বিভিন্ন কারণে গোসল করা মুস্তাহাব তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-

 

১. মৃত ব্যক্তিকে গোসল দানকারীর গোসল করা

 

 عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ

 

অর্থ: আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃতকে গোসল দিলো, সে যেন গোসল করে। (ইফা. সুনানে ইবনে মাজাহ হাদীস নং ১৪৬৩ মিশকাতুল মাসাবীহ হাদীস নং ৫৪১ হাদীসের মান: সহীহ)

 

২. অমুসলিমের ইসলাম গ্ৰহণের পূর্বে গোসল করা।

 

قَيْسِ بْنِ عَاصِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أُرِيدُ الإِسْلاَمَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ

 

অর্থ: কায়েস ইবনে আসিম (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ইসলাম গ্রহণের উদ্দেশ্যে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল করার নির্দেশ দেন। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ৩৫৫ সুনানে নাসাঈ হাদীস নং ১৮৮ হাদীসের মান: সহীহ)

 

৩. মক্কা মুকাররমায় প্রবেশের পূর্বে গোসল করা।

 

عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ لاَ يَقْدَمُ مَكَّةَ إِلاَّ بَاتَ بِذِي طَوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فَعَلَهُ

 

অর্থ: নাফে (রহ.) থেকে বর্ণিত। ইবনে উমর (রা.) যু-তুওয়ায় ভোর পর্যন্ত রাত যাপন না করে মক্কায় উপনীত হতেন না। তিনি (সেখানে) গোসল করতেন, তারপর দিনের বেলায় মক্কায় প্রবেশ করতেন এবং নবী (ﷺ)ও তাই করতেন বলে তিনি বলেছেন। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ২৯১৫ হাদীসের মান: সহীহ)

 

৪. প্রতিবার সহবাসের পর গোসল করা। 

 

عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم طَافَ ذَاتَ يَوْمٍ عَلَى نِسَائِهِ يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ ‏.‏ قَالَ فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَجْعَلُهُ غُسْلاً وَاحِدًا قَالَ ‏ “‏ هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ ‏”‏

 

অর্থ: আবু রাফে (রা.) থেকে বর্ণিত। একদা নবী (সা.) তাঁর স্ত্রীদের সাথে সহবাস করেন। এক স্ত্রীর সাথে সহবাসের পর অপর স্ত্রীর সাথে সহবাসের 

পূর্বে তিনি গোসল করেন। বর্ণনাকারী বলেন,আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- আপনি কেন একবার গোসল করলেন না (সবশেষে একবারে গোসল করলেই তো হতো কেন আপনি বারবার গোসল করলেন)? তিনি বললেন, এরূপ করাই অধিকতর পবিত্রতা, উৎকৃষ্টতা ও পরিচ্ছন্নতার পরিচায়ক। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ২১৯ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৫৯০ হাদীসের মান: হাসান)

 

৫. পাগল বা বেহুঁশ ব্যক্তির হুঁশ ফিরার পর গোসল করা। 

 

، ثُمَّ أَفَاقَ فَقَالَ صلى الله عليه وسلم ‏”‏ أَصَلَّى النَّاسُ ‏”‏‏.‏ قُلْنَا لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏”‏ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ ‏”‏‏.‏ قَالَتْ فَقَعَدَ فَاغْتَسَلَ

 

অর্থ:আয়েশা (রা.) বলেন, কিছুক্ষন পর হুঁশ ফিরে পেলে রাসূল (সা.) জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামায আদায় করে ফেলেছে ? আমরা বললাম, না, হে আল্লাহর রাসূল! তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি নিয়ে রাখো। আয়িশা (রা.) বলেন, আমরা তাই করলাম। অতঃপর তিনি গোসল করলেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ৬৫৩ হাদীসের মান: সহীহ)

 

৬. দেহের আরামের জন্য গোসল করা।

 

عَنْ حُمْرَانَ، قَالَ: كَانَ عُثْمَانُ يَغْتَسِلُ كُلَّ يَوْمٍ مَرَّةً مُنْذُ أَسْلَم

 

অর্থ: হুমরান (রহ.) থেকে বৰ্ণিত: উসমান (রা:) প্রতিদিন একবার গোসল করতেন। ইসলাম গ্রহণের পর থেকে কখনো এর ব্যতিক্রম করেননি। (মুসনাদে আহমাদ হাদীস নং ৪৮৪ হাদীসের মান: সহীহ)

 

৭. বদ নজর লাগার পর গোসল করা।

 

عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا ‏”‏ ‏.‏ 

 

অর্থ: ইবনে আব্বাস (রা.) সূত্রে রাসূল (সা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘বদ নযর (এর প্রতিক্রিয়া) বাস্তব। তাকদীরকে অতিক্রমকারী কোন কিছু যদি থাকত, তাহল ‘বদ নযর’ অবশ্যই তাকে অতিক্রম করতে পারত। আর তোমাদের (বদ নজরওয়ালা ব্যক্তিদের) কে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি দিতে বলা হলে তোমরা ধুয়ে পানি দিবে। (বদ নজরলাগা ব্যক্তিকে গোসলের জন্য)। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ৫৫১৪ সুনানে তিরমিযী হাদীস নং ২০৬৮ হাদীসের মান: সহীহ)

 

৮. যুদ্ধের পর ও ধূলাবালি লাগার পর গোসল করা।

 

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا رَجَعَ يَوْمَ الْخَنْدَقِ وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ

 

অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ (ﷺ ) যখন খন্দকের যুদ্ধ হতে ফিরে আসলেন তখন যুদ্ধের অস্ত্র রাখলেন এবং গোসল করলেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ২৬১৮ হাদীসের মান: সহীহ)

 

৯. সফরে গোসল করা। 

 

أُمِّ هَانِئٍ فَإِنَّهَا قَالَتْ إِنَّ النَّبِيَّ دَخَلَ بَيْتَهَا يَوْمَ فَتْحِ مَكَّةَ فَاغْتَسَلَ

 

অর্থ: উম্মে হানী (রা.) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তাঁর ঘরে প্রবেশ করলেন তারপর গোসল করলেন। (ইফা. সহীহ বুখারী হাদীস নং ১১০৬ হাদীসের মান: সহীহ)

 

১০. মেয়েদের রোগজনিত কারণে মাসিক হলে প্রতি নামাযের পূর্বে গোসল করা।

 

عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ، اسْتُحِيضَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَهَا بِالْغُسْلِ لِكُلِّ صَلاَةٍ

 

অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে উম্মে হাবীবাহ বিনতে জাহাশের ইস্তিহাযা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে প্রত্যেক নামাযের পূর্বে গোসল করার নির্দেশ দেন। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ২৯২ সহীহ মুসলিম হাদীস নং ৬৫৩ হাদীসের মান: সহীহ)

 

আল্লাহ তা’আালা আমাদেরকে মুহাক্কিক আলেমদের থেকে সঠিক বিষয় জেনে তার উপর আমল করার তাওফীক দান করুন আমীন।

 

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب

উত্তর প্রদানে- আতাউর রহমান।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *