প্রশ্নঃ
আসসালামু আলাইকুম! আশাকরি ভালো আছেন, আমার প্রশ্ন হলো, ব্যবহৃত পানি দ্বারা অযু বা গোসল করা যাবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
যে পানি নাপাক দূরিকরণে বা সওয়াব পাবার আশায় শরীরে প্রবাহিত করা হয়েছে তাই ব্যবহৃত পানি। সুতরাং যে পানি দিয়ে একবার অযু বা গোসল করা হয়েছে সেটাও ব্যবহৃত পানির মধ্যে গণ্য হবে। আর ব্যবহৃত পানি দ্বারা দ্বিতীয়বার পবিত্রতা অর্জন করা যায় না। কারণ এই পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। তবে ব্যবহৃত পানি দ্বারা নাপাকী ও অন্যান্য ময়লা দূর করা যাবে। অতএব ব্যবহৃত পানি যদি কোন আবদ্ধ পানিতে পড়ে, আর তার পরিমাণ যদি সমান কিংবা বেশি হয়। তাহলে সেই পানি দ্বারা অযু গোসল করা জায়েয হবে না। অবশ্য ব্যবহৃত পানির পরিমাণ এর কম হলে জায়েয হবে। যেমন:- নদীর পানি, খাল বিলের পানি, ঝর্ণার পানি,পুকুরের পানি, সমুদ্রের পানিতে অযু গোসল করা জায়েয আছে।
سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” لاَ يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ . فَقَالَ كَيْفَ يَفْعَلُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ يَتَنَاوَلُهُ تَنَاوُلاً
১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন নাপাক অবস্থায় জমা পানিতে গোসল না করে। বর্ণনাকারী বললেন, হে আবু হুরায়রা! তখন সে কিভাবে (গোসল) করবে ? জবাবে আবু হুরায়রা (রা.) বললেন, পানি উঠিয়ে নিয়ে গোসল করবে। (ইফা. সহীহ মুসলিম হাদীস নং ৫৫১ সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৬০৫ হাদীসের মান: সহীহ)
سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” لاَ يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ
২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে অপবিত্র অবস্থায় গোসল না করে। (ইফা. সুনানে নাসায়ী, হাদীস নং ৩৯৬ হাদীসের মান: সহীহ)
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَتَوَضَّأَ مِنْهَا – أَوْ يَغْتَسِلَ – فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُبًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِنَّ الْمَاءَ لاَ يَجْنُبُ ”
৩. অর্থ: ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) এর কোন এক স্ত্রী বড় একটি পাত্র থেকে পানি তুলে গোসল করেন। এমন সময় রসূলুল্লাহ (সা.) এর অবশিষ্ট পানি দ্বারা অযু অথবা গোসল করতে আসলেন। উক্ত স্ত্রী বললেন, হে আল্লাহর রসূল! আমি তো ফরয গোসল জনিত নাপাক ছিলাম (এবং এই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি) রসূলুল্লাহ (সা.) বললেন, (নাপাক ব্যক্তির ছোয়ায়) পানি অপবিত্র হয় না। (যদি তার হাতে নাপাক না থাকে)। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ৬৮ সুনানে তিরমিযী হাদীস নং ৬৫ হাদীসের মান: সহীহ)
উপরোক্ত হাদীসগুলোর ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম। যে পাত্রের পানি দিয়ে অযু গোসল করা হয়েছে সেই পাত্রে যদি পানি অবশিষ্ট থাকে তাহলে সেই পানি দিয়ে অযু গোসল করা যাবে। তবে অযু গোসলের ব্যবহৃত পানি যা শরীরে প্রবাহিত হয়েছে সেই পানি দিয়ে দ্বিতীয়বার অযু গোসল করা যাবে না। ব্যবহৃত পানি যেহেতু পবিত্র, তাই কারো শরীরে লাগলে তার শরীর নাপাক হবে না। সুতরাং নতুন করে ধোয়ারও প্রয়োজন পড়বে না।
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মো. সালাহ উদ্দিন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply