ওযুর পর আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়া কি ঠিক ?

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ! অনেক মানুষকে দেখি অযুর পর আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে। এই আমলটা কতটুকু গ্ৰহণযোগ্য জানতে চাই ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

অযু শেষ করে কালেমায়ে শাহাদাত পড়া সুন্নত।তবে আকাশের দিকে তাকিয়ে বা উপরের দিকে তাকিয়েও পড়া যায়। কেননা এ বিষয়টিও হাদীস দ্বারা প্রমাণিত। অবশ্য কেউ যদি এই আমলটি না করে এরপরেও সে কালেমায়ে শাহাদাত পড়ার ফযীলত পেয়ে যাবে।

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِّحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ‏

১.অর্থ: উমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে অযু করে তারপর বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ। তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে
যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। (ইফা. সুনানে নাসাঈ হাদীস নং ১৪৮ সহীহ মুসলিম হাদীস নং ৪৪৬ হাদীসের মান: সহীহ)

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ أَمْرَ الرِّعَايَةِ قَالَ عِنْدَ قَوْلِهِ “‏ فَأَحْسَنَ الْوُضُوءَ ‏”‏ ‏.‏ ثُمَّ رَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ ‏.‏ فَقَالَ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ مُعَاوِيَةَ ‏.‏

২.অর্থ: উকবা ইবনে আমের আল-জুহানী (রা.) থেকে বর্ণিত। নবী (সা.) বলেছেন, কোন ব্যক্তি যদি উত্তমরূপে অযু করার পর আকাশের দিকে তাকিয়ে (কালেমায়ে শাহাদাত পাঠ করে) তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে। সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করতে পারবে। (ইফা. সুনানে আবু দাউদ হাদীস নং ১৭০)

তাহকীক: ইমাম আবু দাউদ (রহ.) হাদীসটি বর্ণনা করে,চুপ ছিলেন আর চুপ থাকলে সেটি তার কাছে সহীহ। আলী ইবনে মাদীনী (রহ.) বলেন, হাদীসটি হাসান। ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন এই সনদে বর্ণিত হাদীসটি হাসান। (আবু দাউদ ১৭০, মুসনাদুল ফারূক ১/১১০, নাতাইজুল আফকার ১/২৪০)

উপরোক্ত হাদীস দুটি দ্বারা প্রমাণিত হলো যে, অযু শেষ করে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়া শুধু জায়েয নয় বরং অনেক ফযীলতপূর্ণ। যারা বলে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়া যাবে না তাদের কথা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামের প্রতিটি আমল করার তৌফিক দান করুন আমীন।

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَاب
উত্তর প্রদানে- মাহদী হাসান।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শাইখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *