প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। অযু করার সময় কেউ যদি কোন অঙ্গ তিনবারের অধিক ধৌত করে তাহলে তার অযু হবে কি ?
উত্তরঃ
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
বিশেষ কারণে ওযুতে প্রতিটি অঙ্গ একবার বা দুইবার করে ধোয়ার অবকাশ রয়েছে। তবে তিনবার করে ধোয়াই সুন্নত ও অধিক উত্তম। কিন্তু তিনবারের চেয়ে বেশি ধোয়া অন্যায় ও পানির অপচয় বলে গণ্য হবে। যদি কেউ মনের সন্দেহ দূর করার জন্য অথবা মনের প্রশান্তির জন্য তিনবারের বেশি ধৌত করে তাহলে সমস্যা নেই।
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ
১.অর্থ: হে বনী আদম! প্রত্যেক নামাযের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করবে, আহার করবে ও পান করবে কিন্তু অপচয় করবে না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। (সূরা আরাফ: আয়াত নং ৩১)
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ فَأَرَاهُ الْوُضُوءَ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَالَ هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ
২.অর্থ: আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন একজন বেদুঈন রসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তাকে অযু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রসূলুল্লাহ (ﷺ) তাঁকে অযুর অঙ্গ তিন-তিনবার ধৌত করে দেখালেন। আর বললেন এরূপেই করতে হয়। যে ব্যক্তি এর উপর বাড়ালো সে অন্যায় করল, সীমালঙ্ঘন ও যুলূম করল। (সুনানে নাসায়ী, হাদীস নং ১৪০ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২২ হাদীসের মান: হাসান)
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
৩.অর্থ: আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত। নবী (ﷺ) ওযুর অঙ্গ-প্রত্যঙ্গণ্ডলি দুইবার করে ধৌত করেন। (সুনানে আবু দাউদ, হাদীস নং ১৩৬ সুনানে তিরমিযী, হাদীস নং ৪৩ হাদীসের মান: হাসান)
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِوُضُوءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً
৪.অর্থ: ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উযু সম্পর্কে খবর দিব না? অতঃপর তিনি উযুর প্রত্যেক অঙ্গ একবার করে ধৌত করলেন। (সহীহ বুখারী, হাদীস নং ১৫৭ সুনানে আবু দাউদ, হাদীস নং ১৩৮ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর লিখনে- মোঃ কামরুল ইসলাম
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply