ঈদের নামাযের আগে কুরবানী করলে ঐ কুরবানী সহীহ হবে কি ?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম। ঈদের দিন কুরবানী কখন থেকে শুরু করা যায় ? কেউ যদি ভুলে ঈদের নামাযের আগে কুরবানী করে ফেলে তাহলে তার কুরবানী সহীহ হবে কি ?

উত্তরঃ

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

ঈদের দিনে ঈদের নামাযের পরপরই কুরবানীর সময় শুরু হয়ে যায়। কেউ যদি কুরবানীর দিন ভুলে বা ইচ্ছা কৃতভাবে ঈদের নামাযের আগে কুরবানীর পশু জবাই করে,তাহলে তার কুরবানী সহীহ হবে না। অবশ্য যে শহরে একাধিক জায়গায় ঈদের নামায হয়। তথায় যে কোন এক জায়গায় নামায হয়ে গেলেই সবার জন্য কুরবানী করা জায়েয আছে। ঐ সময় মহল্লার মসজিদে বা ঈদগাহে ঈদের নামায শেষ হওয়া জরুরী নয়। আর যদি কোন দুর্যোগ বা অতি ঝড় বৃষ্টির কারণে শহরের কোথাও নামায আদায় করা সম্ভব না হয়। তাহলে নামাযের সময় অতিবাহিত হওয়ার পর কুরবানী করতে পারবে। এতে কুরবানীর কোন সমস্যা হবে না।

عَنْ جُنْدَبٍ، قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ، ثُمَّ ذَبَحَ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، وَمَنْ لَمْ يَذْبَحْ، فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ

১.অর্থ: জুনদাব ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কুরবানীর দিন নামায আদায় করেন, এরপর খুতবা দেন। তারপর যবেহ করেন এবং তিনি বলেন, নামাযের পূর্বে যে ব্যক্তি যবেহ করবে তাকে তার স্থলে আর একটি যবেহ করতে হবে এবং যে যবেহ করেনি, আল্লাহর নামে তার যবেহ করা উচিত। (সহীহ বুখারী, হাদীস নং ৯৮৫, সহীহ মুসলিম, হাদীস নং ৪৯২১ হাদীসের মান: সহীহ)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ المُسْلِمِينَ

২.অর্থ: আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নামায আদায়ের আগে যবেহ করল সে নিজের জন্যই যবেহ করল। আর যে ব্যক্তি নামায আদায়ের পর যবেহ করল। তার কুরবানী পূর্ণ হল এবং সে মুসলমানদের নীতি অনুসরণ করল। (সহীহ বুখারী, হাদীস নং ৫৫৪৬, সহীহ মুসলিম, হাদীস নং ৪৯০৯ হাদীসের মান: সহীহ)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে- মো. শাহাদাত হোসেন।
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: শায়েখ রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *